ঠান্ডা উধাও মস্কোয়, মনোরম আবহাওয়ায় খুশি ফুটবলপ্রেমীরা
Last Updated:
বিশ্বকাপের পারদ চড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে মস্কোর পারদও। জুনেও মস্কোয় বেশ ভালই গরম অনুভূত হচ্ছে।
#মস্কো: বিশ্বকাপের পারদ চড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে মস্কোর পারদও। জুনেও মস্কোয় বেশ ভালই গরম অনুভূত হচ্ছে। অন্যবারের থেকে তাপমাত্রাও বেড়েছে ৪ ডিগ্রি।
ঠান্ডার ব্যাপারে দুর্নাম আছে মস্কোর। রাশিয়ার ঠান্ডায় হাড়ে কাঁপুনি ধরে যায় পর্যটকদের। তবে ঠান্ডাও যেন বশ মেনেছে বিশ্বকাপের। রাশিয়ার আবহাওয়া অন্যবারের থেকে অনেক মনোরম। কিছু কিছু জায়গায় আবার বেশ গরমও। ক্রাসনোদারে তাপমাত্রা রেকর্ড ৩৯ ডিগ্রি ছুঁয়েছে। শুক্রবারে মস্কোর তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির কাছাকাছি। সোয়েটার তো দূরে থাক, চালাতে হচ্ছে এসি, ফ্যানও। তবে আবহবিদরা আশা করছেন একসপ্তাহের মধ্যেই গরম কমে যাবে।
advertisement
advertisement
ঠান্ডার ভয়ে মস্কোয় খেলা দেখতে যাননি অনেকেই। সমালোচকদের মুখে চুনকালি মাখিয়ে খেলা দেখার মজা যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে মস্কোর মনোরম আবহাওয়া।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2018 8:02 PM IST