'এমবাপে তোমায় পকেটে রাখব সেমি ফাইনালে'! ফরাসি তারকাকে হুমকি মরক্কোর সুপারম্যান হাকিমির

Last Updated:

Morocco football star Achraf Hakimi ready to face PSG team mate Kylian Mbappe in World Cup semi final. 'এমবাপে তোমায় পকেটে রাখব সেমি ফাইনালে! ফরাসি তারকাকে হুমকি মরক্কোর সুপারম্যান হাকিমির

এমবাপেকে হুমকি হাকিমির
এমবাপেকে হুমকি হাকিমির
#দোহা: মরক্কো দলটি নিয়ে বিশ্বকাপের আগে যতবার আলোচনা হয়েছে, ততবার এসেছে আশরাফ হাকিমির নাম। হাকিমি দলটির সবচেয়ে বড় তারকা। চাইলে তিনি স্পেনের হয়েও খেলতে পারতেন। কারণ তার জন্ম মাদ্রিদে। অর্থ, খ্যাতির অভাব নেই। এত প্রতিপত্তি সত্ত্বেও শেকড় ভুলতে পারেননি বলেই জন্মস্থান স্পেন ছেড়ে জাতীয় দলে মরক্কোর জার্সি গায়ে চড়িয়েছেন।
মা লোকের বাড়ি কাজ করেছেন। বাবা ছিলেন হকার। সংগ্রামের ছোটবেলা ফুটবলার হওয়ার স্বপ্ন কেড়ে নিতে পারেনি হাকিমির। টুইটারে এমবাপেকে ট্যাগ করে হাকিমি লিখেছেন, তোমার সঙ্গে দেখা হচ্ছে বন্ধু। পাল্টা তার জবাবও দিয়েছেন এমবাপে। কিছু লেখেননি। শুধু তিনটি ভালবাসার ইমোজি দিয়েছেন। এমবাপে সাধারণত ফ্রান্সের বাঁ প্রান্ত ধরে খেলেন। অন্য দিকে মরক্কোর রাইট ব্যাক হাকিমি।
advertisement
advertisement
অর্থাৎ, তাঁর কাঁধেই দায়িত্ব থাকবে এমবাপেকে আটকানোর। খেলার আগেই তাই এমবাপেকে বার্তা দিয়ে রাখলেন হাকিমি। ক্লাবে একসঙ্গে খেলেন তাঁরা। কিন্তু বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষ। এক জন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। দ্বিতীয় জন মরক্কোর আশরফ হাকিমি। সেমিফাইনালে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবেন তাঁরা।
advertisement
হাকিমির কাঁধেই থাকবে এমবাপেকে রোখার দায়িত্ব। এ বারের বিশ্বকাপের চমক মরক্কো। বিশ্বকাপে পড়েছিল ক্রোয়েশিয়া, বেলজিয়ামের গ্রুপে। কেউ আশা করেনি, গ্রুপ পর্ব টপকাতে পারবে তারা। এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেনি তারা। গোটা প্রতিযোগিতায় গোল খেয়েছে মাত্র ১টি। তাও আত্মঘাতী।
advertisement
রোনাল্ডোর পর্তুগালকে বিদায় করার পর এবার তাদের সামনে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অ্যাটলাস লায়ন্সরা ভয় পেতে রাজি নয়। তাদের হারানোর কিছু নেই। সবটাই পাওয়ার আছে। তাই বিশ্বের দ্রুততম ফুটবলার এমবাপেকে পকেটে রাখার হুমকি দিয়ে রাখলেন মরক্কোর সুপারম্যান হাকিমি। হাকিমি মনে করেন তাদের ওপর কোনও চাপ নেই। সব চাপ ফ্রান্সের। শক্তিতে অনেক এগিয়ে লে ব্লু রা। কিন্তু বিনা যুদ্ধে হার মানতে নারাজ মরক্কো।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'এমবাপে তোমায় পকেটে রাখব সেমি ফাইনালে'! ফরাসি তারকাকে হুমকি মরক্কোর সুপারম্যান হাকিমির
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement