ইস্টবেঙ্গলের থেকেও লাজং ‘শক্ত গাঁট’, মানছেন সঞ্জয়

Last Updated:

ফেড কাপের সেমিফাইনালে সকলেরই ভাবনা ছিল ফের ডার্বির। কিন্তু বাগানের এখন দুশ্চিন্তা প্রতিপক্ষ লাজংকে নিয়েই। কোচ সঞ্জয় সেনের মতে ইস্টবেঙ্গলের চেয়েও কঠিন দল লাজং। সেমিফাইনালের প্রথম হোম ম্যাচে অবশ্য সেই বাধা টপকাতে তৈরি নর্ডি, গ্লেন, জেজেরা।

#কলকাতা:  কলকাতায় রোদের উত্তাপ। আর বাগান তেতে অন্যভাবে। ফেড কাপের স্বপ্নে। রবিবার প্রথম সেমিফাইনাল। সেখানেই ফাইনালের ওঠার প্রথম ধাপটা তৈরি করে ফেলতে চান বাগান কোচ সঞ্জয় সেন। প্রতিপক্ষ শিলং লাজং। আই লিগে দু’দু-বার হারাতে না পারলেও ফেড কাপে অন্য বাগানকেই দেখাতে চান সঞ্জয়। তরুণ ঘোড়াদের ঘরের মাঠে আটকাতে সেইমতোই নর্ডি, গ্লেন, জেজেদের টিপস দিয়ে দিয়েছেন বাগান কোচ থেকে কর্তারা। তবু চোরা আতঙ্ক। লাল-হলুদকে পনেরো দিনে শেষ তিনবার আটকে দেওয়া লাজংকে নিয়েই চাপ সবার।
সালগাওকরকে দু’বার হারিয়ে রোদ ঝলমলের মতই চনমনে গোটা ব্রিগেড। মুখিয়ে সনি নর্ডি। ফর্মে জেজে। চোট সারিয়ে একাদশে ফিরতে তৈরি আবার গ্লেনও। ফরোয়ার্ড লাইন শক্তপোক্ত হলেও, রক্ষণ নিয়ে কিছুটা হলেও চিন্তায় সঞ্জয় সেন। তবে এফপিআইয়ে সমর্থকদের বিচারে বর্ষসেরা ফুটবলার দেবজিৎ মজুমদারও তৈরি শেষ প্রহরী হিসেবে দলকে এগিয়ে নিয়ে যেতে।
বাগানে এখন অলিখিত রুল একটাই। হোম ম্যাচে গোল হজম না করে গোল দিতে হবে। মরশুম শেষে ফেড কাপ জয়টা এখন আর স্বপ্ন নয়, বাস্তব করতেই বারাসতে মঞ্চে নিজেদের সেরা শো দেখাতে তৈরি সবুজ মেরুন ব্রিগেড।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
ইস্টবেঙ্গলের থেকেও লাজং ‘শক্ত গাঁট’, মানছেন সঞ্জয়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement