ট্রফি জিততে তৈরি সবুজ মেরুন ব্রিগেড
Last Updated:
মরশুমে কাপ আর ঠোঁটের দুরত্বটা আর রাখতে চান না মোহনবাগান কোচ সঞ্জয় সেন। আক্রমণাত্মক ছকেই আইজল বধে তৈরি মোহনবাগান। শনিবার গুয়াহাটিতে পাহাড়ি ছেলেদের হারিয়ে ফেড কাপ ঘরে তুলতে বদ্ধপরিকর সবুজ-মেরুন ব্রিগেড।
#গুয়াহাটি: মরশুমে কাপ আর ঠোঁটের দুরত্বটা আর রাখতে চান না মোহনবাগান কোচ সঞ্জয় সেন।
আক্রমণাত্মক ছকেই আইজল বধে তৈরি মোহনবাগান। শনিবার গুয়াহাটিতে পাহাড়ি ছেলেদের হারিয়ে ফেড কাপ ঘরে তুলতে বদ্ধপরিকর সবুজ-মেরুন ব্রিগেড।
আই লিগে আট বনাম দু’নম্বরের আজ ফাইনাল লড়াই। এই পরিসংখ্যানেও স্বস্তি থাকার উপায় নেই সঞ্জয় সেনের।
advertisement
আই লিগে দুই দলের লড়াইয়ে হার-জিত সমান সমান। মরশুমের শেষ ট্রফি জিততে তাই দুই বাঙালি কোচের মস্তিস্কযুদ্ধ। ধারে-ভারে অনেকটা এগিয়ে মোহনবাগান। তবু ভয় আইজলের তরুণ তুর্কীদের।
advertisement
ট্রফি ঘরে তুলতে ৯০মিনিটের একটা লড়াই। গুয়াহাটিতে সেই নিয়েই ফোকাসড মোহনবাগান। দলের সবাই ফিট। তাই সেরা একাদশ খেলিয়েই ফেডারেশন কাপ জিততে মরিয়া মোহনবাগান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2016 12:47 PM IST