আরব সাগরের তীরে আজ তিন পয়েন্টই লক্ষ্য সবুজ-মেরুন ব্রিগেডের
Last Updated:
বুধবার কুপারেজে মুম্বই এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। আই লিগের সাপ-লুডোর লড়াইতে ৩ পয়েন্টই লক্ষ্য সঞ্জয় সেনের।
#মুম্বই: এসিএলের ধাক্কা সামলে নিজেদের প্রমানের ম্যাচ। আই লিগের স্রোতে ফিরে আসার লড়াই। মুম্বই বধের জন্য তৈরি সবুজ-মেরুন ব্রিগেড। বুধবার কুপারেজে মুম্বই এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। গত আই লিগে এই মুম্বইয়ের বিরুদ্ধেই আটকে গিয়েছিল সঞ্জয় ব্রিগেড। সে অতীত টাটকা এখনও টাটকা বাগান ফুটবলারদের কাছে ৷
তবে এবার অন্য লড়াই। সেরার দৌড়ে থাকতে ৩ পয়েন্টই টার্গেট বাগান কোচ সঞ্জয় সেনের। অ্যাওয়ে ম্যাচে পুরো পয়েন্ট যে অনেকটাই সুবিধে করে দিতে পারে, সে কথা জেনেই দল সাজিয়েছেন তিনি। মঙ্গলবার ঘণ্টাখানেক কুপারেজ স্টেডিয়ামে অনুশীলন করে দল। তাতেই যথেষ্ট চনমনে দেখাচ্ছে সনি- গ্লেন, -জেজেদের। গোল করার জন্যও প্রস্তুত। দলে বিশেষ বদল আনতে চান না বাগান কোচ। আপাতত ৬ গোলের ধাক্কা সামলে, আই লিগে নৌকো ভাসিয়েই রাখতে চান সঞ্জয় সেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2016 11:23 AM IST