মু্ম্বইয়ের ব্যর্থতা ঝেড়ে ফেলে শনিবার বেঙ্গালুরু বধই পাখির চোখ বাগানের

Last Updated:

বৃহস্পতিবার মুম্বই থেকে বেঙ্গালুরু পৌঁছল মোহনবাগান।এবার মিশন বেঙ্গালুরু। মুম্বইতে যেভাবে সহজ সুযোগ নষ্ট হয়েছে, সেই ভুল আর কান্তিরাভা স্টেডিয়ামে করতে চান না সঞ্জয় সেন। 

#বেঙ্গালুরু: এমনও মিস ? হ্যাংওভার কী সত্যিই কাটেনি বাগান ফুটবলারদের ? চিন থেকে ফিরে সত্যিই চেনা গেল না। আই লিগে আগ্রাসী মনোভাবটাই এবার অনেকটা এগিয়ে রেখেছিল বাগানকে ৷ আক্রমণেও হেভিওয়েট তারকাদের ভিড়। কিন্তু মুম্বইয়ের কুপারেজে বুধবার তার কিছুই দেখা যায়নি ৷  অযথা সহজ অঙ্কও যেন জটিল করে ফেলছেন সঞ্জয় সেন। হাতে আরও ম্যাচ আছে, এক পয়েন্টেরও মূল্য আছে, এসবের মাঝেও ফুটবলারদের মানসিকতা নিয়েই উঠে গেল প্রশ্ন। সঞ্জয় সেনের গেম স্ট্র্যাটেজি নিয়েও উঠেছে প্রশ্ন।
ম্যাচ শেষে হাত কামড়েছেন সঞ্জয় সেন। সত্যিই তো ম্যাচ ড্র করার মধ্যে কোনও বীরত্বই ছিল না খালিদ জামিলের দলের বিরুদ্ধে। তবু মুম্বইয়ের মাটিতেও ‘ড্র’ তকমা থেকে বেরোতে পারল না বাগান ব্রিগেড। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলে তিন নম্বরে মোহনবাগান। সামনে প্রতিপক্ষ খাতায়-কলমে শীর্ষস্থানে থাকা বেঙ্গালুরু এফ সি। ম্যাচ খেলতে ইতিমধ্যেই বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন বাগান ফুটবলারররা ৷ বেঙ্গালুরুকে হারাতে পারলে, সেটাই হতে পারে বাগানের টার্নিং পয়েন্ট। তাহলে এবার কী অ্যাওয়ে ম্যাচে একটু সাহসী হতে পারবেন সঞ্জয় ? অপেক্ষা শনিবার পর্যন্ত।
বাংলা খবর/ খবর/খেলা/
মু্ম্বইয়ের ব্যর্থতা ঝেড়ে ফেলে শনিবার বেঙ্গালুরু বধই পাখির চোখ বাগানের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement