রবিবার আবার ডার্বি, গোয়াকে হারিয়ে ইস্টবেঙ্গলের সামনে মোহনবাগান
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Durand Cup semifinal: ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান। রবিবার আবার কলকাতায় ডার্বি।
কলকাতা: বাঙালি হয়তো এমনটাই চেয়েছিল। হলও তাই। রবিবার আবার কলকাতা ডার্বি।
ডুরান্ড কাপের সেমিফাইনালে গোয়াকে হারাল মোহনবাগান। ২-১ গোলে গোয়াকে হারাল মোহনবাগান। এর আগে ইস্টবেঙ্গল সেমিফাইনালে হারিয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেডকে।
আরও পড়ুন- ধোনির এই দিদি থাকেন প্রচারের আড়ালে! ভাইয়ের বন্ধুকে বিয়ে, তাঁকে চেনেন না অনেকে
এদিন শুরুতে এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্য়াচ জিতে নেয় মোহনবাগান। প্রথমার্ধে ম্যাচের ফল ছিল ১-১।
advertisement
advertisement
মোহনবাগানের এই জয় মানে রবিবার আবার ডার্বি। রবিবার ইলিশ-চিংড়ির লড়াই। ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াই আবার। ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান।
সেমিফাইনালে এফসি গোয়াকে ২-১ গোলে হারাল মোহনবাগান। প্রথমে এক গোলে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে সবুজ মেরুন শিবির। মোহনবাগানের হয়ে পেনাল্টিতে গোল করেন কামিংস।
advertisement
এদিন যদিও রেফারির পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট গোয়া শিবির। প্রথমার্ধে খেলার ফল ১-১ থাকার পর ৬১ মিনিটে বাগানের হয়ে দুরন্ত গোল করেন সাদিকু।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2023 8:04 PM IST