Mohunbagan : আইএসএল জেতানো কোচকে ছাঁটাই করল মোহনবাগান! এবার সবুজ-মেরুনে আসছেন আরও এক স্প্যানিশ কোচ

Last Updated:

Mohunbagan : আইএসএল জেতানো কোচকেই সরিয়ে দিল মোহনবাগান!

News18
News18
কলকাতা : আইএসএল জেতানো কোচকেই সরিয়ে দিল মোহনবাগান!
অবশেষে হোসে মোলিনাকে ছাঁটাই করে দিল মোহনবাগান। সুপার কাপ থেকে দল ছিটকে যাওয়ার পড়েই কোচ হোসে মোলিনা জানিয়েছিলেন, দল নির্বাচনে তাঁর কোনও ভূমিকা নেই। পুরোটাই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। কোচে এমন মন্তব্যে চটেছিলেন মোহনবাগান এসজি-র কর্তারা।
ওই ঘটনার পর থেকেই মোলিনার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ চাকরি গেল মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করা কোচের। মোলিনার বদলে কোচ কে হবে, সেটাও ঠিক করে ফেলেছেন সবুজ-মেরুন কর্তারা। মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচের আসনে বসছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড সের্জিও লোবেরা। আইএসএলে তিনি একজন সফল কোচ। ২ বার ISL শিল্ড ও একবার কাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে লোবেরোর।
advertisement
advertisement
আরও পড়ুন- আগে কখনও এমন লজ্জার মুখে পড়েনি ভারত! কোচের পদে কি আর থাকবেন গম্ভীর? জানিয়ে দিলেন নিজেই
আইএসএলে এর আগে মুম্বই সিটি এফসি ও ওড়িশা এফসির কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন লোবেরা। মুম্বইকে একই মরসুমে আইএসএল লিগ-শিল্ড ও কাপ জিতিয়েছেন। এক স্প্যানিশ কোচকে সরিয়ে আরও এক স্প্যানিশ কোচের হাতেই দায়িত্ব তুলে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা। ২০১৮-১৯ মরশুমে লোবেরো এফসি গোয়াকে টুর্নামেন্টের ফাইনালে তুলেছিলেন। পরের বছর লিগ উইনার্স শিল্ড জেতে তাঁর দল। ২০২০ সালে গোয়া ছেড়ে তিনি মুম্বই সিটি এফসি দলের কোচ হিসেবে যোগ দেন। এর পর মুম্বই ছেড়ে  চিনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সিচুয়ান জিউনিউ-তে যোগ দেন তিনি। তার পর চলে আসেন ওড়িশা এফসি-তে। ২ বছর এই ক্লাবের সঙ্গে কাজ করেন। বুধবারই লোবেরোর সঙ্গে মোহনবাগানের চুক্তি হয়েছে বলে জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohunbagan : আইএসএল জেতানো কোচকে ছাঁটাই করল মোহনবাগান! এবার সবুজ-মেরুনে আসছেন আরও এক স্প্যানিশ কোচ
Next Article
advertisement
Imran Khan: আদৌ বেঁচে আছেন ইমরান? জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানেই তুমুল জল্পনা
আদৌ বেঁচে আছেন ইমরান? জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানেই তুমুল জল্পনা
  • ইমরান খানকে নিয়ে পাকিস্তানেই জল্পনা৷

  • আদৌ বেঁচে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

  • মেরে ফেলা হয়েছে ইমরানকে, আফগানিস্তানের সংবাদমাধ্যমে দাবি৷

VIEW MORE
advertisement
advertisement