Mohun Bagan vs East Bengal: কনকনে ঠান্ডাতেও চড়ছে সুপার কাপ ডার্বির উত্তাপ, ইস্টবেঙ্গলকে হঙ্কার মোহনবাগান কোচের

Last Updated:

Kalinga Super Cup 2024 Mohun Bagan vs East Bengal: শুক্রবার সুপার কাপের ডার্বি। একইসঙ্গে মরশুমের তৃতীয় বড় ম্যাচ। মেগা ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে প্রতিপক্ষকে হুঙ্কার দিলেন মোহনবাগান কোচ ক্লিফোর্ড মিরান্ডা।

কলিঙ্গ: শুক্রবার সুপার কাপের ডার্বি। একইসঙ্গে মরশুমের তৃতীয় বড় ম্যাচ। একটি করে ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তবে লাল-হলুদের ক্ষতটা বেশি কারণ ডুরান্ডের গ্রুপ পর্বে বাগানকে হারালেও ফাইনালে হারতে হয়েছিল। তাই সুপার কাপের ডার্বি কার্লোস কুয়াদ্রাতের কাছে ডুরান্ড হারের বদলার ম্যাচও।
তবে কলিঙ্গতে মহারণে নামার আগে চাপে রয়েছে মোহনবাগান। কারণ জাতীয় দলের থাকার জন্য ৭ জন প্লেয়ারক পাচ্ছে না মোহনবাগান। সঙ্গে চোটও রয়েছে এক জনের। ফলে দলের ৮ জন প্রথম সারির প্লেয়ারকে ছাড়াই সুপার কাপের ডার্বিতে নামতে হবে সবুজ মেরুণ ব্রিগেড। তবে শক্তি যাই থাক এই দল নিয়েই ম্যাচের আগে হুঙ্কার ছেড়েছেন বাগানের অন্তর্বর্তীকালীন কোচ ক্লিফোর্ড মিরান্ডা।
advertisement
মেগা ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ক্লিফোর্ড মিরান্ডা বলেন,”আমরা জানি যে এই ধরনের ম্যাচে পূর্ণ শক্তির দল থাকাটা খুব দরকার। তবে যা নেই তা নিয়ে ভেবে কী লাভ। যারা আছে তারা নিজেদের একশো শতংশ দিতে হবে। তা হলেই ম্যাচ জিতব। এই ম্যাচ জিতলে শুধু সেমিফাইনালের টিকিট পাকা হবে তাই নয়, এশিয়ার ফুটবলে কেলার সুযোগ মিলবে। তাই সবদিক মাথায় রেখেই নামবে ছেলেরা।”
advertisement
advertisement
প্রসঙ্গত, সেমি ফাইনালে যেতে হলে সুপার কাপ ডার্বি জিততেই হবে মোহনবাগানকে। কারণ ২ ম্যাচে ৫ গোল করে ৩ গোল খেয়েছে ইস্টবেঙ্গল। ২ ম্যাচে ৪ গোল করে ২ গোল খেয়েছে মোহনবাগান। গোল পার্থক্য একই হলেও গোল করার নিরিখে এগিয়ে লাল-হলুদ। তাই ডার্বি ড্র করতে পারলেই সেমিতে চলে যাবে ইস্টবেঙ্গল। আর মোহনবাগানের চাই পুরো পয়েন্ট।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan vs East Bengal: কনকনে ঠান্ডাতেও চড়ছে সুপার কাপ ডার্বির উত্তাপ, ইস্টবেঙ্গলকে হঙ্কার মোহনবাগান কোচের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement