আইজল চ্যালেঞ্জে প্রস্তুত মোহনবাগান

Last Updated:

আজ কি আইজলের বিরুদ্ধে অলআউট খেলবে মোহনবাগান?

#আইজল: আজ কি আইজলের বিরুদ্ধে অলআউট খেলবে মোহনবাগান? নাকি নতুন কোনও ছকে পাহাড়ের মাঠে ঝড় তুলবে সবুজ-মেরুন দল ৷ খেলা জেতার প্রেসারটাই বা কতটা? আইজলের বিরুদ্ধে আজকের খেলায় ড্র করলেও মোনবাগানেন কাছে চ্যাম্পিয়নশিপের দরজা খোলা থাকছে ৷ তাই এক্সট্রা কোনও ঝুঁকি না নিয়ে মাঠে নামতে পারে মোহনবাগান ৷ মোটামুটি এই ছকেই পাহাড়ের মাঠে আইজলের বিরুদ্ধে নামছে মোহনবাগান ৷
শনিবারের ম্যাচে কতগুলো অপশন রয়েছে মোহনবাগানের সামনে। এক, তাদের কাছে এই ম্যাচ জিততেই হবে তা নয়৷ ড্র করলেও চলবে৷ তাহলে শেষ ম্যাচে ঘরের মাঠে জিতলেই কেল্লা ফতে৷ দুই, জিতলে এখানেই নির্ধারিত হয়ে যাবে এবারের আই লিগ৷ ফ্ল্যাগ হয়তো তুলে দিতে পারবেন না টুটু বোস, অঞ্জন মিত্ররা৷ যেহেতু মোহনবাগান-আইজল দু’টি দল ১৬ ম্যাচ খেলে সমান পয়েণ্ট ৩৩ নিয়ে দাঁড়িয়ে৷
advertisement
সেক্ষেত্রে শেষ ম্যাচে ড্র করলেও চলবে৷ তবে দু’টো দলের কোচ তথা ফুটবলাররা বুঝে গিয়েছেন, শনিবার তাঁদের কাছে ফাইনাল ম্যাচ৷ শেষ রাউন্ডের ম্যাচকে তাই কেউ গুরুত্বই দিচ্ছেন না৷ সঞ্জয় সেন তো বলেই দিলেন, “পাহাড় জয় করতে পারলে আমরা লিগ জয়ী বলে ধরে নিতে পারি৷ তাই আমাদের যেভাবেই হোক শনিবার জিততে হবে৷ আশাকরি আইজলকে হারাতে কোনও সমস্যা হবে না৷”
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
আইজল চ্যালেঞ্জে প্রস্তুত মোহনবাগান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement