আইজল চ্যালেঞ্জে প্রস্তুত মোহনবাগান
Last Updated:
আজ কি আইজলের বিরুদ্ধে অলআউট খেলবে মোহনবাগান?
#আইজল: আজ কি আইজলের বিরুদ্ধে অলআউট খেলবে মোহনবাগান? নাকি নতুন কোনও ছকে পাহাড়ের মাঠে ঝড় তুলবে সবুজ-মেরুন দল ৷ খেলা জেতার প্রেসারটাই বা কতটা? আইজলের বিরুদ্ধে আজকের খেলায় ড্র করলেও মোনবাগানেন কাছে চ্যাম্পিয়নশিপের দরজা খোলা থাকছে ৷ তাই এক্সট্রা কোনও ঝুঁকি না নিয়ে মাঠে নামতে পারে মোহনবাগান ৷ মোটামুটি এই ছকেই পাহাড়ের মাঠে আইজলের বিরুদ্ধে নামছে মোহনবাগান ৷
শনিবারের ম্যাচে কতগুলো অপশন রয়েছে মোহনবাগানের সামনে। এক, তাদের কাছে এই ম্যাচ জিততেই হবে তা নয়৷ ড্র করলেও চলবে৷ তাহলে শেষ ম্যাচে ঘরের মাঠে জিতলেই কেল্লা ফতে৷ দুই, জিতলে এখানেই নির্ধারিত হয়ে যাবে এবারের আই লিগ৷ ফ্ল্যাগ হয়তো তুলে দিতে পারবেন না টুটু বোস, অঞ্জন মিত্ররা৷ যেহেতু মোহনবাগান-আইজল দু’টি দল ১৬ ম্যাচ খেলে সমান পয়েণ্ট ৩৩ নিয়ে দাঁড়িয়ে৷
advertisement
সেক্ষেত্রে শেষ ম্যাচে ড্র করলেও চলবে৷ তবে দু’টো দলের কোচ তথা ফুটবলাররা বুঝে গিয়েছেন, শনিবার তাঁদের কাছে ফাইনাল ম্যাচ৷ শেষ রাউন্ডের ম্যাচকে তাই কেউ গুরুত্বই দিচ্ছেন না৷ সঞ্জয় সেন তো বলেই দিলেন, “পাহাড় জয় করতে পারলে আমরা লিগ জয়ী বলে ধরে নিতে পারি৷ তাই আমাদের যেভাবেই হোক শনিবার জিততে হবে৷ আশাকরি আইজলকে হারাতে কোনও সমস্যা হবে না৷”
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2017 11:08 AM IST