Mohun Bagan Sahal: মোহনবাগানে এলেন সাহাল, কেরলে গেলেন প্রীতম, রেকর্ড সোয়াপ ডিল ভারতীয় ফুটবলে

Last Updated:

মোহনবাগানে সাহাল নিশ্চিত হওয়ার পর সবুজ মেরুনের শক্তি এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল বলাই যায়।

মোহনবাগানে এলেন সাহাল, গেলেন প্রীতম
মোহনবাগানে এলেন সাহাল, গেলেন প্রীতম
দিল্লি: আর কোনও যদি, কিন্তু নয়। একেবারে নিশ্চিত খবর পাওয়া গেল বুধবার। এমনটা হবে সেটা জানাই ছিল। যদিও আজকেও মোহনবাগানের তরফে সরকারি ঘোষণা করা হয়নি, তবুও নিশ্চিত খবর মোহনবাগানে সই করে দিয়েছেন সাহাল আব্দুল সামাদ। অন্যদিকে মোহনবাগান ছেড়ে কেরলে গেলেন অধিনায়ক প্রীতম কোটাল। সাহালকে পেতে ট্রান্সফার ফি এবং তার মাইনে হিসেবে মোটামুটি চার কোটি টাকা খরচ করল মোহনবাগান।
তিন বছরের চুক্তি এই ভারতীয় মিডফিল্ডারের সঙ্গে সবুজ মেরুনের। অন্যদিকে প্রীতম করালে পাবেন ২ কোটি। তিনিও হলেন কেরলের অধিনায়ক। সাহালের কাছে সৌদি আরবের ক্লাবের অফার থাকলেও প্রীতমের বিনিময়ে তাঁকে নিতে মরিয়া মোহনবাগান। অনেকদিন ধরেই সাহালকে পছন্দ ছিল জুয়ান ফেরান্দোর। এবার তাঁকে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে নারাজ ছিল মোহনবাগান সুপার জায়েন্ট।
advertisement
গতবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ক্যাপ্টেন প্রীতমের বিরাট ভূমিকা ছিল। তবে এবার গোটা দলের খোলনলচে বদলে ফেলতে চাইছেন জুয়ান। সেই জন্যই একের পর এক তারকাকে সই করাচ্ছে মোহনবাগান। ২০১৩ সালে প্রীতম ইন্ডিয়ান অ্যারোজ থেকে মোহনবাগানে সই করেছিলেন। সেই মরশুমেই সঞ্জয় সেনের কোচিং-এ আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান।
advertisement
advertisement
গত মরশুমে জুয়ান ফেরান্দোর কোচিং-এ ফের চ্যাম্পিয়ন হয় এটিকে মোহনবাগান। চ্যাম্পিয়ন হওয়ার পরেই সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করে দেন, মোহনবাগানের নামের আগে থেকে উঠে যাচ্ছে, এটিকে। এর আগে অনিরুদ্ধ থাপা এবং আনোয়ার আলিকেও রেকর্ড টাকায় দলে নিয়েছিল মোহনবাগান। মোহনবাগানের মূল লক্ষ্য এএফসি কাপ চ্যাম্পিয়ন হওয়া এবং আবার isl ধরে রাখা।
advertisement
তারা চাইছে অনিরুদ্ধ এবং সাহালের বোঝাপড়া কাজে লাগাতে। কেরলে একশোর কাছাকাছি ম্যাচ খেলেছেন সাহাল। রয়েছে দশটা গোল এবং অসংখ্য এসিস্ট। মোহনবাগানে সাহাল নিশ্চিত হওয়ার পর সবুজ মেরুনের শক্তি এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল বলাই যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan Sahal: মোহনবাগানে এলেন সাহাল, কেরলে গেলেন প্রীতম, রেকর্ড সোয়াপ ডিল ভারতীয় ফুটবলে
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement