Mohun Bagan: মোহনবাগানের প্রধান সমস্যা ফিটনেস! খেলতে খেলতেই ঠিক হবে বলছেন কামিংস
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মোহনবাগান কোচ খুশি স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তের জন্য। মাত্র দুদিন আগে ভারতে এসে যেভাবে ৯০ মিনিট খেলে গেলেন তাতে বুঝতে দেননি
কলকাতা: মঙ্গলবার পিছিয়ে পড়েও দুর্ধর্ষ জয় তুলে নিয়েছে মোহনবাগান । যুবভারতীতে বাংলাদেশের ঢাকা আবাহনীর বিরুদ্ধে জিতলেও যথেষ্ট চিন্তার কারণ আছে সবুজ মেরুন দলের। কোচ হুয়ান ফেরান্ডো মেনে নিয়েছেন তার দলের ফিটনেস এই মুহূর্তে ৫০ শতাংশ। বিদেশিদের তুলনায় কিছুটা এগিয়ে ভারতীয়রা। সাদিকু ইউরো খেলা ফুটবলার। গোল পেয়েছেন প্রথমবার মোহনবাগানের হয়ে। কিন্তু তার ফিটনেস অত্যন্ত খারাপ সেটা দেখেই বোঝা যাচ্ছিল।
জেসন কামিংস বরং কিছুটা পরিশ্রম করেছেন। তবে তিনিও পুরোপুরি ফিট নন। তবে হুয়ান আশাবাদী প্র্যাকটিস এবং ম্যাচ খেলতে খেলতে দলের ফিটনেস বেড়ে যাবে। আর সেটা হয়ে গেলে অনেক বেশি গোল করার সুযোগ থাকবে মোহনবাগানের সামনে। সাহাল এবং অনিরুদ্ধ ফিটনেসর দিক থেকে ৬০ শতাংশ।
A night of not giving up and fighting back with grit, a night of making it to the Asian main stage — this is who we are, this is our DNA!
Upwards and Onwards! Joy Mohun Bagan 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/Sn03RJeTEn
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 23, 2023
advertisement
advertisement
তবে মোহনবাগান কোচ খুশি স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তের জন্য। মাত্র দুদিন আগে ভারতে এসে যেভাবে ৯০ মিনিট খেলে গেলেন তাতে বুঝতে দেননি ব্রেন্ডন হামিলের অভাব। তবে স্প্যানিশ ডিফেন্ডারের ফিটনেসও বাড়াতে হবে। তার খেলা এবং অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নেই। এদিকে পরপর দুই ম্যাচে গোল পেয়ে আত্মবিশ্বাসী জেসন কামিংস।
অস্ট্রেলিয়ান তারকা জানিয়েছেন, তারা সবে কয়েকটা ম্যাচ খেলেছেন একসঙ্গে। ফিটনেস এবং দলের কম্বিনেশন তৈরি হচ্ছে। কাতার বিশ্বকাপ খেলা স্ট্রাইকার আশাবাদী আর কয়েকটা দিনের মধ্যেই পুরো দল অনেক বেশি বোঝাপড়া দেখাবে। তার নিজের পারফরমেন্সও বেড়ে যাবে সঠিক জায়গায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 12:46 PM IST