Mohun Bagan: ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও সুপার কাপে রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের

Last Updated:

Mohun Bagan Beat Hyderabad FC: সুপার কাপের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল মোহনবাগান। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষবেলায় বাজিমাত করল সবুজ-মেরুণ ব্রিগেড।

রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের
রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের
কলিঙ্গ: সুপার কাপের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল মোহনবাগান। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষবেলায় বাজিমাত করল সবুজ-মেরুণ ব্রিগেড। কার্যত জেতা ম্যাচে নিজেদের ভুলে ৩ পয়েন্ট মাঠে ফেল আসল হায়দরাবাদ এফসি। শেষ পর্যন্ত খেলার ফল ২-১। হায়দরাবাদের হয়ে গোল করেন ছুঙ্গা। মোহনবাগান একটি সেমসাইড গোল পায় ও জয়সূচক গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস।
দলের ৭ জন প্লেয়ার না থাকা, প্রধান কোচ লোপেজ হাবাস না থাকা সহ নানা প্রতিকুলতার মধ্যে ম্যাচ খেলতে নেমেছিল সবুজ-মেরুণ। কোচের হট সিটে ছিলেন ক্লিফোর্ড মিরান্ডা। এদিন কলিঙ্গ স্টেডিয়ামে শুরুটা ভাল হয়নি মোহনবাগানের। ম্যাচের ৭ মিনিটেই গোল হজম করতে হয় বাগানকে। মোহনবাগানের ডিফেন্ডার ও গোলকিপারের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে গোল করেন ছুঙ্গা। ডিফেন্ডারের ব্যাকপাস থেকে বল ধরতে পারেননি আর্শ। বল পেয়ে যান ছুঙ্গা। তিনি ফাঁকা জালে গোল করে হায়দরাবাদকে এগিয়ে দেন।
advertisement
এরপর গোল শোধ করার জন্য় মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। প্রথমার্ধে একাধিক সুযোগও তৈরি করেবাগানের অ্যাটাকিং লাইন। কিন্তু হয়াদরাবাদ এফসির জমাটি ডিফেন্স ও ভাগ্য দেবতার সহায়তায় প্রথমার্ধে বেঁচে যায়। কোনও সুযোগেই গোল করতে পারেনি মোহনবাগান। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাগান শিবির।
advertisement
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালেও কিছুতেই গোলের মুখ খুলতে পারছিল মোহনবাগান। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল সবুজ-মেরুণ। সেই সময় সকলে একপ্রকার ধরেই নিয়েছিল ম্যাচ হাতছাড়া হওয়া শুধু সময়ের অপেক্ষা। কিন্তু তারপরই ঘোরে পাল তোলা নৌকার ভাগ্যের চাকা। ৮৮ মিনিটের মাথায় জেরেমির আত্মঘাতী গোলে ম্যাচে ১-১ সমতায় ফিরল মোহনবাগান। জেরেমি হেডে বল মাঠের বাইরে বার করে দেওয়ার চেষ্টা করেন। তবে বল গোলকিপার কাট্টিমণির মাথার উপর দিয়ে গিয়ে জালে জড়িয়ে যায়।
advertisement
ম্যাচের ৯১ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় মোহনবাগান। বক্সের ভিতরে হুগোকে ফেলে দিয়ে ফাউল করেন মার্ক। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। ৯২ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করে মোহনবাগানকে জয় এনে দেন দিমিত্রি পেত্রাতোস। এরপর আর ইনজুর টাইমে খেলায় সমতা ফেরাতে পারেনি হয়দরাবাদ। মোহনবাগানের গ্রুপের শেষ ম্যাচ ১৯ জানুয়ারি ইস্টবেঙ্গবের বিরুদ্ধে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan: ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও সুপার কাপে রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement