ম্যাকলারেনের গোলে ডার্বির রং সবুজ-মেরুন, আইএসএলে দশম সাক্ষাতেও জয় অধরা লাল-হলুদের
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
East Bengal vs Mohun Bagan: আইএসএলের ডার্বির রং সবুজ মেরুন। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের ম্যাচেও জয় মোহনবাগানের। গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের তীরে নিভলো মশাল, ছুটলো পালতোলা নৌকো।
আইএসএলের ডার্বির রং সবুজ মেরুন। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের ম্যাচেও জয় মোহনবাগানের। গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের তীরে নিভলো মশাল, ছুটলো পালতোলা নৌকো। ম্যাচে ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারালো মোহনবাগান। ম্যাচের গোলদাতা জেমি ম্যাকলারেন। দল বদল-প্লেয়ার বদল-কোচ বদলের পরও আইএসএলে ডার্বি জয় অধরা থেকে গেল লাল-হলুদের।
এদিন গুয়াহাটিতে ম্যাচ শুরু হওয়ার পর কোনও কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে ফেলে অস্কার ব্রুজোর দল। ম্যাচের গোলদাতা জেমি ম্যাকলারেন। খেলার শুরু ২ মিনিটের মধ্যেই গোল করে মোহনবাগানকে গোল করে এগিয়ে দেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। এরপর ম্যাচের প্রথমার্ধে আরও একাধিক গোলের সুযোগ পেলেও বল জালে জড়াতে পারেনি মোহনবাগান।
advertisement
ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। তবে কয়েকটি বাদে সেভাবে আক্রমণ দানা বাঁধেনি। দুই দলই বেশ কিছু আক্রমণ গড়ে তুললেও আর গোল আসেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে বাগানের আক্রমণ রুখতে গিয়ে ফাউল করে ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী লাল কার্ড দেখেন। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেই মাঠে ছাড়ে মোলিনার ছেলেরা।
advertisement
advertisement
এদিন জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এক নম্বর জায়গা ধরে রাখল মোহনবাগান। ১১ নম্বর স্থানেই থাকল লাল-হলুদ। এই নিয়ে আইএসএলে দশবার মুখোমুখি হয়েছিল দুই প্রধান। তার মধ্যে নয়বার জিতল মোহনবাগান। এখনও জয়ের মুখ দেখলো না, ইস্টবেঙ্গল। একবার ড্র।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2025 9:52 PM IST