ISL 2024: বেঙ্গালুরু কাঁটায় আটকে গেল সবুজ-মেরুন, আইএসএলে প্রথম হার মোহনবাগানের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ISL 2024: সুনীল ছেত্রীর অ্যাসিস্টে সবুজ মেরুনের জালে বল জড়িয়ে দেন বেঙ্গালুরুর সুরেশ সিং ওয়াংজাম। মোহনবাগানকে ম্যাচে ফেরত আনতে বেশ কিছু পরিবর্তন করেন কোচ মলিনা। ৪৬ মিনিটের মাথায় অভিষেক সূর্যবংশীকে তুলে নিয়ে নামানো হয় আব্দুল সামাদকে। কিন্তু, ফুটবল দেবতা হয়ত সহায় ছিল না সবুজ-মেরুন শিবিরের প্রতি। ম্যাচের ৫১ মিনিটের মাথায় পেনাল্টি বক্সে কড়া ট্যাকলের জন্য পেনাল্টি পেয়ে যায় বেঙ্গালুরু। শট নিতে আসেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। তিনি গোল করে মোহনবাগানের হারের শেষ পেরেকটি পুঁতে দেন।
ম্যাচের ফলাফল- মোহনবাগান ০- ৩ বেঙ্গালুরু এফসি
বেঙ্গালুরু: মোহনবাগানের প্রথম অ্যাওয়ে ম্যাচ শুরু হল বেঙ্গালুরুর কাছে হার দিয়ে। বেঙ্গালুরু কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি বনাম মোহনবাগানের ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের প্রথম থেকেই তীব্র আক্রমণে সবুজ-মেরুনের রক্ষণ বারংবার ফালাফালা করে দিচ্ছিলেন সুনীল ছেত্রীরা। ম্যাচের ঠিক নয় মিনিটের মাথায় বেঙ্গালুরুকে এগিয়ে দেন এডগার মেন্ডেজ। মোহনবাগান রক্ষণের শেষ প্রহরী বিশাল কাইথকে টপকে তিনি বল জালে জড়িয়ে দেন।
advertisement
এর কিছু পরেই সুনীল ছেত্রীর অ্যাসিস্টে সবুজ মেরুনের জালে বল জড়িয়ে দেন বেঙ্গালুরুর সুরেশ সিং ওয়াংজাম।
advertisement
মোহনবাগানকে ম্যাচে ফেরত আনতে বেশ কিছু পরিবর্তন করেন কোচ মলিনা। ৪৬ মিনিটের মাথায় অভিষেক সূর্যবংশীকে তুলে নিয়ে নামানো হয় আব্দুল সামাদকে।
কিন্তু, ফুটবল দেবতা হয়ত সহায় ছিল না সবুজ-মেরুন শিবিরের প্রতি। ম্যাচের ৫১ মিনিটের মাথায় পেনাল্টি বক্সে কড়া ট্যাকলের জন্য পেনাল্টি পেয়ে যায় বেঙ্গালুরু। শট নিতে আসেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। তিনি গোল করে মোহনবাগানের হারের শেষ পেরেকটি পুঁতে দেন।
advertisement
—- Polls module would be displayed here —-
এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি মোহনবাগান। ডিফেন্সের ফাঁকফোঁকর আর গোলের মুখ খুঁজে না পেয়ে বারবার হতাশ হয়েই ফিরতে হয়েছে তাঁদের। গোলের সুযোগ পেয়েও নষ্ট হয়েছে আবার অনেক সময় গোলের সুযোগ তৈরিই করতে পারেনি মলিনার ছেলেরা। সাত বারের বেশি কর্নার পেয়েও কাজের কাজ করতে পারেননি পেত্রাতোস থেকে কামিন্স কেউই।
advertisement
অন্যদিকে, ৩ গোলে এগিয়ে যাওয়ার পর কিছুটা হলেও রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করে বেঙ্গালুরু। নির্ধারিত সময় অতিবাহিত করে শেষ হাসি হেসে মাঠ ছাড়েন সুনীলরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 28, 2024 9:42 PM IST