এবারের আই লিগে প্রথম হার বাগানের
Last Updated:
অবশেষে পাহাড়ে থামল সঞ্জয় সেনের অপরাজেয় অশ্বমেধের ঘোড়া। আই লিগে এই মরশুমে প্রথম হার মোহনবাগানের। দুই আই লিগ মিলিয়ে ১৫তম ম্যাচে আইজল এফসির বিরুদ্ধে ২-১ গোলে হারল সবুজ মেরুন ব্রিগেড।
#কলকাতা:অবশেষে পাহাড়ে থামল সঞ্জয় সেনের অপরাজেয় অশ্বমেধের ঘোড়া। আই লিগে এই মরশুমে প্রথম হার মোহনবাগানের। দুই আই লিগ মিলিয়ে ১৫তম ম্যাচে আইজল এফসির বিরুদ্ধে ২-১ গোলে হারল সবুজ মেরুন ব্রিগেড। দেশের হয়ে খেলতে যাওয়ায় এই ম্যাচে খেলেননি সনি নর্ডি, জেজে, প্রণয়, প্রীতমরা। প্রতিপক্ষের কোচ জহর দাস সেই ফায়দাটুকুই তোলেন। ম্যাচের ৩ মিনিটের মধ্যেই প্রথম এগিয়ে যায় আইজল। ২৬ মিনিটে গোল শোধ করেন কর্নেল গ্লেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ফের গোল করায়, আর শোধ দিতে পারেননি গ্লেন, সুভাষরা। ম্যাচ হারলেও ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই থাকল মোহনবাগান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2016 6:46 PM IST