Durand cup : দুরন্ত জোসেফ, জামশেদপুরকে হারিয়ে ডুরান্ডে দ্বিতীয় জয় তুলল মহমেডান

Last Updated:

Mohammedan sporting thump Jamshedpur FC by 3 goals at Durand cup. দুরন্ত জোসেফ, জামশেদপুরকে হারিয়ে ডুরান্ডে দ্বিতীয় জয় তুলল মহমেডান

জামশেদপুরকে নিয়ে ছেলেখেলা মহমেডানের
জামশেদপুরকে নিয়ে ছেলেখেলা মহমেডানের
মহমেডান স্পোর্টিং -৩
( ফজলু, অভিষেক, ফইয়াজ)
জামশেদপুর -০
advertisement
#কলকাতা: ডুরান্ড কাপে দারুন ছন্দে রয়েছে মহমেডান স্পোর্টিং। রবিবার জামশেদপুরকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল তারা। যদিও জামশেদপুর তাদের ডেভেলপমেন্টাল দলকে খেলাচ্ছে এই টুর্নামেন্ট। কোনও বিদেশি ছিল না। তাতে অবশ্য মহমেডানের জয়কে ছোট করে দেখার জায়গা নেই। প্রথমার্ধে গোল করেন ফজলু রহমান।
advertisement
বাঁদিক থেকে একটি আক্রমণ তৈরি হলে ফিরতি বলে হেডে গোল করেন কেরলের ফুটবলারটি। প্রথম ম্যাচে গোয়ার বিরুদ্ধেও গোল করেছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান তরুণ বাঙালি ফুটবলার অভিষেক হালদার। মার্কস জোসেফের পাস থেকে অসাধারণ লব করে জালে বল জড়িয়ে দেন অভিষেক। অসাধারণ দর্শনীয় গোল।
advertisement
জামশেদপুরের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন শেখ ফইয়াজ। এবারও বল বাড়িয়েছিলেন সেই জোসেফ। ক্যারিবিয়ান তারকা ফুটবলার আজ নিজে গোল করতে না পারলেও অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন। যারা মাঠ জুড়ে খেলেছেন। আক্রমণ তৈরি হচ্ছিল তার পা থেকেই। বল ধরে খেলতে জানেন, কখন পাস বাড়াতে হবে ধারণা পরিস্কার।
যত সময় যাচ্ছে জোসেফ যেন নিজেকে মেলে ধরছেন। বুঝিয়ে দিচ্ছেন কেন তিনি সাদা কালো দলের সেরা ফুটবলার। এই জয়ের ফলে নকআউটে যাওয়ার ব্যাপারে মহমেডান দারুন একটা জায়গায় পৌঁছে গেল। যদিও এরপর তাদের গ্রুপে শক্তিশালী বেঙ্গালুরু এবং ভারতীয় বায়ু সেনার বিরুদ্ধে ম্যাচ আছে।
advertisement
মহামেডান দলের রাশিয়ান কোচ খুশি হলেও স্পষ্ট জানিয়েছেন কিছু জায়গায় উন্নতি প্রয়োজন। তার মতে চ্যাম্পিয়ন হতে গেলে দ্রুত নিজেদের ভুল ঠিক করতে হবে। পাশাপাশি রয় কৃষ্ণ, সুনীল ছেত্রী, প্রবীর, সন্দেশদের বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের আসল লড়াই বলছেন কোচ চের্ণিশভ। দিপেন্দু বিশ্বাস অবশ্য আত্মবিশ্বাসী নিজেদের এই ছন্দ ধরে রাখতে পারলে সাদা কালো শিবির ফাইনাল পর্যন্ত পৌঁছবে মনে করেন দিপেন্দু।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Durand cup : দুরন্ত জোসেফ, জামশেদপুরকে হারিয়ে ডুরান্ডে দ্বিতীয় জয় তুলল মহমেডান
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement