মহমেডানের নতুন কোচ এবার মেহরাজ, ব্যর্থতার পর চাকরি গেল কিবু ভিকুনার
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Mohammedan Sporting sack Kibu Vicuna and hands over new responsibility to coach Mehrajuddin. মহমেডানের নতুন কোচ এবার মেহরাজ, ব্যর্থতার পর চাকরি গেল কিবু ভিকুনার
কলকাতা: অতীতে মোহনবাগান কোচ হিসেবে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। কলকাতার ফুটবল সমর্থকদের কাছে কিবু ভিকুনা পরিচিত নাম। কিবুর মোহনবাগান দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল। মাঝে দায়িত্ব নিয়েছিলেন ডায়মন্ড হারবার এফসির। সেখানে অবশ্য দলকে প্রিমিয়ার লিগে তুলেছিলেন স্প্যানিশ কোচ। এবার এসেছিলেন চার মাসের জন্য লিয়েনে।
তার মধ্যেই চাকরি খোয়ালেন কিবু ভিকুনা। আই লিগে একের পর এক ব্যর্থতার জেরে এই স্প্যানিশ কোচকে ছেঁটে ফেলল মহমেডান স্পোর্টিং। সোমবার ক্লাবের নতুন কমিটি গঠনের পরই এই সিদ্ধান্ত নেয় সাদা-কালো শিবির। কিবুর পরিবর্তে মহমেডানের নতুন কোচ হলেন কলকাতার তিন প্রধানের জার্সি গায়ে চাপানো মেহরাজউদ্দিন ওয়াডু।
Mohammedan Sporting Club welcomes Indian Football legend Mehraj Ud Din Wadoo as the new Head Coach of the club. Join us in welcoming him at the helm 💪🏻⚫️⚪️ pic.twitter.com/NAk2jdsHSz
— Mohammedan SC (@MohammedanSC) February 22, 2023
advertisement
advertisement
কয়েকদিন আগেই আই লিগ ক্লাব রিয়াল কাশ্মীরের কোচের দায়িত্ব ছাড়েন তিনি। প্রাক্তন এই ডিফেন্ডারকে কোচ হিসেবে নিয়োগ করতে সময় নষ্ট করেননি সাদা-কালো কর্তারা। আপাতত আই লিগে শেষ চারটি ম্যাচ ও সুপার কাপের জন্য তাঁকে দায়িত্বে আনা হল। এই পর্বে ভাল ফল করতে পারলে মেহরাজের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পথে হাঁটবে ক্লাব।
advertisement
দায়িত্ব নিয়েই দল নিয়ে প্রস্তুতি নেমে পড়েন মেহরাজ। তিনি জানান, দলের গত কয়েক ম্যাচে ফল ভালো হয়নি। আপাতত লক্ষ্য লিগের বাকি ম্যাচগুলিতে ভালো ফল করা। সেক্ষেত্রে সুপার কাপের বাছাই পর্বে কিছুটা হলেও সহজ প্রতিপক্ষের মুখোমুখি হতে পারব। উল্লেখ্য, ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে রয়েছে মহমেডান স্পোর্টিং।
advertisement
পাঁচটি জয় ও আটটিতে হারের মুখ দেখেছে তারা। ড্র করেছে পাঁচটিতে। মেহরাজ ভাল করে জানেন তার দায়িত্ব কতটা। কলকাতা ফুটবল তার কাছে নতুন কিছু নয়। তাই আশা করাই যায় তিনি ভাল ফল এনে দেবেন সাদা কালো ব্রিগেডকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 3:00 PM IST