• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • সাদার্ন ম্যাচেই অভিষেক হতে পারে মহমেডানের আলেকজান্ডারের

সাদার্ন ম্যাচেই অভিষেক হতে পারে মহমেডানের আলেকজান্ডারের

বুধবার কলকাতা লিগে অভিষেক হতে পারে মহমেডানের ফরাসি ফুটবলার আলেকজান্ডারের।

বুধবার কলকাতা লিগে অভিষেক হতে পারে মহমেডানের ফরাসি ফুটবলার আলেকজান্ডারের।

বুধবার কলকাতা লিগে অভিষেক হতে পারে মহমেডানের ফরাসি ফুটবলার আলেকজান্ডারের।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা:  বুধবার কলকাতা লিগে অভিষেক হতে পারে মহমেডানের ফরাসি ফুটবলার আলেকজান্ডারের। সাদার্ন সমিতির বিরুদ্ধে তাঁকে মাঠে নামাতে পারেন কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়। এই ম্যাচ থেকে সরাসরি তিন পয়েন্ট চান মৃদুল। টার্গেট একটাই, সেটা লিগে রানার্স হওয়া।

  বেশ কয়েকদিন বিশ্রামের পর বুধবার ফের লিগের ম্যাচে নামছে মহমেডান স্পোর্টিং। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তৃতীয় স্থানে ময়দানের তৃতীয় বড় প্রধান। সবকিছু ঠিক থাকলে সুব্রত ভট্টাচার্যের সাদার্ন সমিতির বিরুদ্ধে এই ম্যাচে অভিষেক হতে পারে ফরাসি ফুটবলার আলেকজান্ডারের।

  বেশ কয়েকদিন আগেই কলকাতায় এসেছেন তিনি। মহমেডানের বাকি ফুটবলারদের সঙ্গে অনুশীলনও করেছেন। অবশেষে সোমবার তাঁকে সই করিয়েছেন কর্তারা। কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়ের দাবি, প্রথম একাদশে না থাকলেও এই ম্যাচে ফরাসি ফুটবলারকে পরখ করা হতে পারে। পাশাপাশি সতর্ক করেছেন সিনিয়র ফুটবলারদের। কারণ, এই পরিস্থিতিতে তিন পয়েন্ট পেলে অনেকটা সহজ হতে পারে টেবলে দ্বিতীয় স্থানে উঠে আসাটা। তাই বারাসতে সাদার্নের বিরুদ্ধে অল-আউট ছক মৃদুলের।

  এদিকে মোহনবাগান-টালিগঞ্জ ম্যাচে রেফারি দীপু রায়ের পাশেই কার্যত দাঁড়ালেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান। হাওড়ায় অনুশীলন শেষে তিনি জানিয়েছেন, তিনটি অফ-সাইডই কঠিন কল ছিল। বিশেষ করে দ্বিতীয় অফ সাইডের সিদ্ধান্ত যথেষ্ট সাহসী বলেই দাবি লাল-হলুদ কোচের।

  First published: