একদিনের ক্রিকেটে এখন এক নম্বর বোলার ভারতের সিরাজ! কোহলিকে পেছনে ফেললেন গিল
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Mohammed Siraj of India is the number one bowler in ODI. আইসিসির তালিকায় একদিনের ক্রিকেটে সেরা বোলার ভারতের সিরাজ
#মুম্বই: একদিনের ক্রিকেটে ধারাবাহিক প্রদর্শনের দৌলতে আইসিসির একদিনের বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে এলেন মহম্মদ সিরাজ। নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে সরিয়ে শীর্ষস্থান দখল করলেন সিরাজ। গতবছর ফেব্রুয়ারিতে একদিনের ক্রিকেটে ফেরেন সিরাজ। তখন থেকে ২০ ম্যাচে ৩৭ উইকেট নিয়েছেন হায়দ্রাবাদের এই প্রতিভাবান ফাস্ট বোলার।
মঙ্গলবারই আইসিসির বর্ষসেরা একদিনের দলে স্থান পেয়েছেন সিরাজ। বুধবার বোল্ট, হেজেলউডের মত বোলারদের সরিয়ে একদিনের ক্রমতালিকায় প্রথমবারের জন্য শীর্ষস্থানে চলে এলেন মহম্মদ সিরাজ। ৭২৯ রেটিং পয়েন্ট পেয়েছেন সিরাজ। দ্বিতীয় স্থানে থাকা হেজেলউডের থেকে ২ পয়েন্ট বেশি পেয়েছেন ২৮ বছর বয়সী ভারতের এই পেস বোলার।
আরও পড়ুন - অবিকল যেন মেসির ঝলক পায়ে, তরুণ আর্জেন্টাইন প্রতিভায় মুগ্ধ বার্সেলোনার কিংবদন্তিরা
সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন তিনি। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন সিরাজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৪ উইকেট নেন সিরাজ। দলের অধিনায়ক রোহিত শর্মা,বোলিং কোচ পরশ মামব্রে সিরাজের বোলিং এর ভূয়সী প্রশংসা করেছেন। একদিনের কেরিয়ারে এখনো পর্যন্ত ২১ টি ম্যাচ খেলেছেন সিরাজ,নিয়েছেন ৩৮ উইকেট।
advertisement
advertisement
দলের প্রধান বোলার যশপ্রীত বুমরাহর অনুপস্থিতে দারুনভাবে দলের বোলিং ব্রিগেডকে নেতৃত্ব দিচ্ছেন সিরাজ। উল্কার গতিতে উত্থান তরুণ ব্যাটার শুভমন গিলের। ব্যাটারদের আইসিসির ক্রমতালিকায় তারকা ব্যাটার বিরাট কোহলিরও উপরে উঠে এলেন শুভমন গিল। সম্প্রতি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে একটি দ্বিশতরান ও একটি শতরান করেছেন শুভমন গিল।
আইসিসির একদিনের ব্যাটারদের ক্রমতালিকায় ২০ ধাপ এগিয়ে বর্তমানে ষষ্ঠ স্থানে পাঞ্জাবের এই প্রতিভাবান ব্যাটার। বিরাট কোহলি বর্তমানে সপ্তম স্থানে রয়েছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন বিরাট কোহলির ঠিক পরে, অষ্টম স্থানে।
advertisement
We have a new🥇in the ICC ODI Rankings for Bowlers (Men) and it is... Mohammed Siraj 🔥 pic.twitter.com/ZQ8sA9QCIt
— Cricbuzz (@cricbuzz) January 25, 2023
একদিনের ক্রিকেটে এখনো পর্যন্ত ২১ টি ম্যাচ খেলেছেন শুভমন গিল, প্রায় ৭৪ এর ব্যাটিং গড়ে ১ হাজার ২৫৪ রান করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তার অনবদ্য পারফরম্যান্স দিয়ে তার জাত চিনিয়ে দিয়েছেন শুভমন। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি শুভমনের ব্যাটিং এর বাহবা জানিয়ে বলেছেন, আগামী দিনের তারকা শুভমন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2023 9:05 PM IST