হাসিনের নয়া অভিযোগের পাল্টা বাউন্সার দিলেন মহম্মদ শামি
Last Updated:
হাসিন জাহান ও মহম্মদ শামি বিতর্ক আর মেটার নয় ৷ মূল ঘটনার মাস দু‘য়েক কেটে গেলেও কাদা ছোঁড়াছুঁড়ি আর থামছেই না ৷
# নয়াদিল্লি : হাসিন জাহান ও মহম্মদ শামি বিতর্ক আর মেটার নয় ৷ মূল ঘটনার মাস দু‘য়েক কেটে গেলেও কাদা ছোঁড়াছুঁড়ি আর থামছেই না ৷ দিন কয়েক আগেই হাসিন জাহান জানিয়েছিলেন মহম্মদ শামি তাঁর বড় ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করবেন তাও আবার ইদের পাঁচদিন আগে ৷
আর এই জন্যে নাকি হাসিনের কাছে থেকে ডিভোর্স চেয়ে মহম্মদ শামি টাকা পাঠিয়েছেন ৷ এর পাল্টা দিলেন মহম্মদ শামি ৷ তিনি শান্ত প্রকৃতি ও স্বল্প বাক হলেও এই হাসিন অধ্যায়ে শামির ভোলবদল হয়েছে ৷ তাঁর স্ত্রী ইঁট ছুঁড়লে তিনিও পাল্টা পাটকেল ছোঁড়েন ৷ আর এভাবেই এই কথারও পাল্টা দিয়েছেন তিনি ৷
advertisement
আরও পড়ুন - ফের ক্রিকেট মাঠে মৃত্যু, প্রাণ ঝরে গেল অকালে
advertisement
শামি বলেছেন, ‘‘ আমার প্রথম বিয়ে নিয়ে এত অসুবিধায় আছি ৷ আমি কি পাগল যে আবার একটা বিয়ে করব ৷ ’’ তিনি আরও জানিয়েছেন, ‘‘গত কয়েকমাস ধরে হাসিন একের পর এক অভিযোগ এনেছিল এটাও তার সঙ্গে যোগ হয়েছে ৷ আর যদি সেটা হয় তাহলে ওঁকে আমি বিয়েতে নিমন্ত্রণ করব ৷ ’’
advertisement
সামনেই ইংল্যান্ড সফর মহম্মদ শামি সেই সফরে ভালো পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী ৷ কারণ গত কয়েক মাসে এই পারিবারিক গন্ডগোলের জেরে তাঁর পারফরম্যান্সও প্রভাবিত হয়েছে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 10, 2018 6:32 PM IST