Mohammed Shami: মাঠে ফিরেই আগুন ঝরালেন শামি, হ্যাটট্রিকের হাতছানি! টিকিট মিলবে অস্ট্রেলিয়ার?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mohammed Shami: এক বছর পর মাঠে নামলেও তাঁর বোলিংয়ের ঝাঁঝ যে এতটুকু কমেনি তা মধ্যপ্রদেশের বিরুদ্ধে রনজি ট্রফির ম্যাচের দ্বিতীয় দিনেই বুঝিয়ে দিলেন।
এক বছর পর মাঠে নামলেও তাঁর বোলিংয়ের ঝাঁঝ যে এতটুকু কমেনি তা মধ্যপ্রদেশের বিরুদ্ধে রনজি ট্রফির ম্যাচের দ্বিতীয় দিনেই বুঝিয়ে দিলেন। ম্যাচের প্রথম দিনে ১০ ওভার বল করে কোনও উইকেট না পাওয়ায় কিছুটা হলেও আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিনে আগুনে স্পেল করলেন শামি। ৪ উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন ভারতীয় দলে কামব্যাক করার জন্য প্রস্তুত তিনি।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ছাড়পত্র পেতেই বাংলার হয়ে রনজি ট্রফিতে নেমে পড়েন মহম্মদ শামি। ম্য়াচের প্রথম দিনে কোনও উইকেট না পেলেও শামির উপর আস্থা রেখেছিলেন বাংলার কোচ লক্ষ্মীরতম শুক্লা। শামি সেই আস্থার দাম দিলেন বৃহস্পতিবার। শামি আগুনে স্পেলের সামনে ১৬৭ রানেই শেষ হয়ে গেল মধ্যপ্রদেশের ইনিংস। প্রথম ইনিংসে মোট ১৯ ওভার বল করে ৫৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন শামি।
advertisement
এদিন মহম্মদ শামির প্রথম শিকার হন মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মা। র পর বোল্ড করে দেন সারাংশ জৈনকে। পরের দিকে দুই টেলএন্ডার কুমার কার্তিকেয় এবং কুলবন্ত খেজরোলিয়াকে পর পর দু-বলে সাজঘরে ফেরান শামি। এর ফলে চোট সারিয়ে কামব্যাকেই হ্যাটট্রিক করার সুযোগ রয়েছে মহম্মদ শামির সামনে। দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই উইকেট নিতে পারলেই হ্যাটট্রিক পূরণ হবে ভারতীয় পেসারের।
advertisement
advertisement
প্রসঙ্গত, ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সফরে পারি দিয়েছে ভারতীয় দল। ২২ নভেম্বর থেকে সিরিজের প্রথম টেস্ট। শামি সফরের মাঝপথে দলে ঢুকবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল অনেক আগে থেকেই। এবার রঞ্জি ট্রফিতে কামব্যাকেই মহম্মদ শামি ৪ উইকেট নেওয়ায় সেই জল্পনা আরও জোড়াল হল। এবার দেখার সিরিজের মাঝপথে শামির ভাগ্যবদল হয় কিনা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2024 4:32 PM IST