‘‘ দেখা হবে আদালতে....’’ দিল্লির হোটেলে হাসিনকে জানালেন শামি
Last Updated:
শামি-হাসিন কথাতেও গলল না বরফ ৷
#কলকাতা: শামি-হাসিন কথাতেও গলল না বরফ ৷ শামির দুর্ঘটনার খবর পেয়ে আজ মঙ্গলবার দিল্লিতে যান হাসিন ৷ মেয়ে বেবোকে সঙ্গে নিয়েই যান তিনি ৷ গাজিয়াবাদের হোটেলে তিন জনের সাক্ষাৎ হয় ৷ কারণ হোটেলে সেসময় ছিলেন শামির মা-ও ৷ হাসিন জানান, মেয়ে বেবোর সঙ্গে খেলা এবং কথা বললেও হাসিনের সঙ্গে কার্যত কোনও কথাই বলেননি শামি ৷ শুধু বলেন, ‘‘ দেখা হবে আদালতে ৷’’
সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিয়ে দিল্লিতে এদিন মহম্মদ শামির কাছে যান হাসিন জাহান। প্রথমে কলকাতা ও পরে দিল্লিতে হাসিনের দাবি, মেয়ের জন্যই শামিকে দেখতে আসা। তবে হোটেলে শামির সঙ্গে দেখা হওয়ার পর হাসিন যে খুব একটা স্বস্তিতে নেই ৷ সেটা তাঁর কথাতেই স্পষ্ট ৷ হোটেল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের হাসিন বলেন, ‘‘ শামি চোট পেয়েছেন বলেই আমি ওঁর সঙ্গে দেখা করতে এসেছিলাম ৷ মেয়ের সঙ্গে কথা এবং খেললেও আমার সঙ্গে প্রায় কোনও কথাই বলেননি শামি ৷ উল্টে আমাকে হুমকি দেয় , ‘‘ আমি এবার তোমায় আদালতে দেখে নেব ৷ ’’ শামির মা-কে দেখে মনে হচ্ছিল উনি ওঁর বডিগার্ড ৷ ’’
advertisement
advertisement
গত রবিবার ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই উদ্বেগ বাড়তে থাকে হাসিন জাহানের। কেমন আছেন শামি ? তা জানার চেষ্টাও করেন। কার্যত ঠিক করে ফেলেন দিল্লি যাওয়ার। সোমবার লালবাজারে গিয়ে বিশেষ নিরাপত্তারক্ষীর জন্য দাবি জানান। তা মঞ্জুর হওয়ার পরেই মঙ্গলবার সকালে মেয়ে আয়রা (বেবো)-কে নিয়ে দিল্লি গেলেন হাসিন। অনেক কাঠখড় পুড়িয়ে টিকিট জোগাড় করে মঙ্গলবার বেলা ১১টা নাগাদ দিল্লির বিমানে ওঠেন। যাওয়ার আগে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিলেও দাবি করেন এই সফর খানিকটা তাঁর এবং বাকিটা অবশ্যই মেয়ের জন্য।
advertisement
শামি ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিতে প্রস্তুত। কলকাতার এই সুরে খানিকটা তাল কাটে দিল্লি বিমানবন্দরে। শামির সঙ্গে তাঁর দেখা করার কথা স্বীকার করলেও সমঝোতার রাস্তা এখন বন্ধ বলেই দাবি হাসিনের। এর পর শামির এদিনের যা প্রতিক্রিয়া, তাতে এই মামলা আদালত পর্যন্ত গড়ানোটা এখন প্রায় নিশ্চিত ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2018 7:52 PM IST