#Viral: টিম ইন্ডিয়ার অন্দরমহলে কী হয়, তুলে ধরলেন শামি...

Last Updated:

এর আগেও শামি বেশ কিছু ছবি শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে যে নিউজিল্যান্ডে তিনি বেশ বিন্দাস সময় কাটাচ্ছেন৷

#ওয়েলিংটন: ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ শুরুর মুখে৷ চলছে প্র্যাকটিস৷ তার আগেই দলের অন্দরমহলের ছবি তুলে ধরলেন মহম্মদ শামি৷ যেখানে প্রায় সকলেই রয়েছেন মুখ বেকিয়ে, চোখ পাকিয়ে! শামি তাই লিখেছেন যে এদের চেনা চেনা লাগছে বটে, তবে কোথায় দেখেছেন মনে করতে পারছেন না! দেখুন কীভাবে তাকিয়ে রয়েছেন টিম ক্যাপ্টেন৷ আর ক্যাপ্টেনের যদি এই হাল হয়, তাহলে অন্য সদস্যদের তো ফুর্তির প্রাণ গড়ের মাঠ! ব্যাস সকলে মিলে শুরু করলেন পাগলামি৷ আসলে টিম স্পিরিট তো এমনই হয়৷ ড্রেসিংরুমে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বজায় না থাকলে তো মাঠে সেই ছবিও ধরা পড়বে না৷ তাই একসঙ্গে যে সময় তারা কাটান, তাতে নানা হাসিমজা করেন টিম-মেটরা৷ যার নমুনাই ধরা পড়ল মহম্মদ শামির ছবিতে৷
advertisement
advertisement
এর আগেও শামি বেশ কিছু ছবি শেয়ার করেছেন  যেখানে দেখা গিয়েছে যে নিউজিল্যান্ডে তিনি বেশ বিন্দাস সময় কাটাচ্ছেন৷ খেলার ফাঁকে অবসর সময় তিনি ফিশিং করছেন৷ আবার বর্শিতে যে মাছ উঠেছে, তার ছবিও তিনি পোস্ট করেছেন৷ একেবারে পাকা বোলারের মতো তার টার্গেটে কোনও ভুল নেই৷ তাই তো একের পর এক মাছ উঠে এল তার হাতে৷ হাসিমুখে সেই ছবিও তিনি পোস্ট করলেন৷
advertisement

View this post on Instagram

Fishing #TeamIndia

A post shared by Mohammad Shami , محمد الشامي (@mdshami.11) on

advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
#Viral: টিম ইন্ডিয়ার অন্দরমহলে কী হয়, তুলে ধরলেন শামি...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement