#কলকাতা: ইডেন টেস্টের প্রথম দু’দিন প্রায় পুরোটাই বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ৷ প্রথম দু’দিন আবহাওয়ার সুবিধাটা পেয়েছিলেন পেসাররা ৷ কিন্তু তৃতীয় দিন থেকে রোদ উঠলেও ইডেনের ২২ গজ নিয়ে খুশি পেসাররা ৷ ইডেনের নতুন পিচে বল যেভাবে বাউন্স বা ক্যারি করছে তাতে যে কোনও পেসারেরই ভাল লাগবে ৷ ইডেনের মতো উইকেট আরও বেশি চান শামি-ভুবনেশ্বররা ৷
ইডেনের পিচে এমন বাউন্স দেখে অবাক স্বয়ং ঘরের ছেলে মহম্মদ শামি ৷ সাম্প্রতিক অতীতে কোনও আন্তর্জাতিক ম্যাচে এমন পেসে ভরা উইকেট দেখা যায়নি ইডেনে ৷ দেশের অন্যান্য টেস্ট কেন্দ্রেও এমন উইকেট চান শামি-ভুবনেশ্বররা ৷ বোর্ডের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ভুবনেশ্বর বলেন, ‘‘এমন উইকেট তো আমরা সচরাচর পাই না। ঘরের মাঠের উইকেটে আমাদের কাজ হয় বলকে পুরনো করে তোলা, এতে স্পিনারদের ভেল্কি দেখাতে সুবিধা হয়। আমরা বড়জোর রিভার্স সুইং পাওয়ার চেষ্টা করি। ইডেনের মতো উইকেট কিন্তু আমরা বিদেশেও সব জায়গায় পাই না।’’