Rizwan PCB award : বাবর, শাহিনদের পেছনে ফেলে পাকিস্তান ক্রিকেটের সেরা সম্মান জিতে নিলেন রিজওয়ান

Last Updated:

Mohammad Rizwan gets PCB most valuable cricketer award. অনন্য সম্মানের মালিক পাকিস্তানের রিজওয়ান, বাবর, শাহিনদের পেছনে ফেলে পাকিস্তান ক্রিকেটের সেরা সম্মান জিতে নিলেন রিজওয়ান

ব্যাট হাতে বছরটা দুর্ধর্ষ গিয়েছে রিজওয়ানের
ব্যাট হাতে বছরটা দুর্ধর্ষ গিয়েছে রিজওয়ানের
স্বপ্নের মতো বছর কাটিয়ে নিজ দেশের ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পুরস্কার জিতলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মহম্মদ রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ২০২১ সালের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। গত বছর টেস্ট ক্রিকেটে ৪৫৫ রান, ওয়ানডেতে ১৩৪ রান ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ১৩২৬ রান করেছেন রিজওয়ান। পাশাপাশি তিন ফরম্যাট মিলে উইকেটের পেছনে ৫৪টি ডিসমিসাল নিয়েছেন তিনি।
advertisement
advertisement
যার ফলে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ও বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রিজওয়ান। এই পুরস্কারে বাবর আজম, হাসান আলি ও শাহিন আফ্রিদিরা ছিলেন কঠিন প্রতিদ্বন্দ্বী। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে ১০০০+ রান করে বাকিদের হারিয়ে দিয়েছেন রিজওয়ান। এই পুরস্কার জিতে অবশ্য দলকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
advertisement
পাশাপাশি হাসান-বাবরও পেয়েছেন বর্ষসেরার পুরস্কার। টেস্ট ফরম্যাটে আট ম্যাচে ৪১ উইকেট নিয়ে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন হাসান আলি। অন্যদিকে ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বাবর। তিনি ২০২১ সালে ছয় ম্যাচে দুইটি করে সেঞ্চুরি-হাফসেঞ্চুরিতে করেছেন ৪০৫ রান। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফের নেতৃত্বে একটি স্বতন্ত্র কমিটির মাধ্যমে নির্বাচন করা হয়েছে পিসিবির বর্ষসেরা সকল পুরস্কার।
advertisement
ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান। ম্যাচের পর বিরাট কোহলি রিজওয়ানকে অভিনন্দন জানিয়েছিলেন। সেই ছবি প্রশংসিত হয়েছিল নেট দুনিয়ায়। ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার পর্যন্ত প্রশংসা করেছিলেন রিজওয়ানের।
তবে এই পুরস্কার এবং সম্মান পেয়ে ভেসে যেতে রাজি নন রিজওয়ান। পরের বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে দেশের জার্সিতে ভাল পারফর্ম করা তার প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Rizwan PCB award : বাবর, শাহিনদের পেছনে ফেলে পাকিস্তান ক্রিকেটের সেরা সম্মান জিতে নিলেন রিজওয়ান
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement