India vs Pakistan: ১৪ তারিখের ম্যাচের আগে বাড়ল ভারতের চিন্তা! এমন কাণ্ড ঘটালেন পাকিস্তানি বোলার

Last Updated:

India vs Pakistan: এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ নওয়াজ ঘটালেন এমন কাণ্ড, যা ভারতীয় ব্যাটার দের চ্যালেঞ্জ অনেকটাই বাড়িয়ে দিল।

News18
News18
এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। তার আগে পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ নওয়াজ ঘটালেন এমন কাণ্ড, যা ভারতীয় ব্যাটার দের চ্যালেঞ্জ অনেকটাই বাড়িয়ে দিল। দুবাইয়ের উইকেট এমনিতেই স্পিন সহায়ক। সেখানে ভারতের বিরুদ্ধে নামার আগে হ্যাটট্রিক করে একপ্রকার পাক বোলার বার্তা দিলেন, মেগা ম্যাচের জন্য তৈরি।
শারজাহে অনুষ্ঠিত ট্রাই সিরিজের ফাইনালে পাকিস্তান ক্রিকেট দলের টি-২০ তারকা মহম্মদ নওয়াজ আফগানিস্তানের বিরুদ্ধে অসাধারণ বোলিং করে দলকে বিশাল জয় এনে দিয়েছেন। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৮ উইকেটে ১৪১ রান সংগ্রহ করেছিল। এরপর নওয়াজের বোলিংয়ে আফগানিস্তান ১৫.৫ ওভারে মাত্র ৬৬ রান করে অলআউট হয়ে যায়। তাঁর এই পারফরম্যান্সে পাকিস্তান ৭৫ রানের বিশাল জয় পায় এবং ট্রফি জেতে।
advertisement
ট্রাই সিরিজ ফাইনালে নওয়াজ ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন। বিশেষ করে তিনি মাত্র দুই ওভারের মধ্যে তিনটি উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। ৫.৫ ওভারে নওয়াজ প্রথমে দরবেশ রসুলিকে এলবিডব্লিউ করেন, পরের বলে আজমতুল্লাহ উমরজাইকে শূন্য রানে আউট করেন এবং পরবর্তী ওভারের প্রথম বলে ইব্রাহিম জাদরানের উইকেট নেন। এই কীর্তি অর্জন করে নওয়াজ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করা তৃতীয় পাকিস্তানি বোলার হিসেবে ইতিহাসে নাম লেখান।
advertisement
advertisement
advertisement
মহম্মদ নওয়াজের এই অসাধারণ বোলিং পারফরম্যান্সের ফলে পাকিস্তান এশিয়া কাপের আগে নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে। নওয়াজের সেরা বোলিং রেকর্ড হিসেবে এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে, যেখানে তিনি ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। এর আগে তার সেরা পারফরম্যান্স ছিল ২০২২ সালে হংকংয়ের বিরুদ্ধে ৫ রান দিয়ে ৩ উইকেট।
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: ১৪ তারিখের ম্যাচের আগে বাড়ল ভারতের চিন্তা! এমন কাণ্ড ঘটালেন পাকিস্তানি বোলার
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement