কানপুরে ভারতের ৫০০ তম টেস্টে আমন্ত্রিতদের তালিকায় বাদ আজহার !

Last Updated:

নিমন্ত্রিতদের তালিকায় সবাই রয়েছেন ৷ বাদ শুধু তিনি ৷

#কানপুর:  নিমন্ত্রিতদের তালিকায় সবাই রয়েছেন ৷ বাদ শুধু তিনি ৷ নামটি অনুমান করাও হয়তো খুব একটা কঠিন নয় ৷ তিনি ভারতের বিতর্কিত প্রাক্তন অধিনায়রক মহম্মদ আজহারউদ্দিন ৷
আগামী ২২ সেপ্টেম্বর থেকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ৷  ওই টেস্ট আবার ভারতের ৫০০ তম টেস্ট ম্যাচ ৷ তাই ওই বিশেষ ম্যাচকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য নানারকম আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের ৷ বিশেষ রূপোর কয়েন দিয়ে টসের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রত্যেক প্রাক্তন অধিনায়ককে ৷ বিসিসিআই কর্তা রাজীব শুক্লা জানান, ‘‘‘‘বিসিসিআই চাইছে সব প্রাক্তন অধিনায়কদের সংবর্ধনা জানাতে।  গ্রিন পার্কে এই সিরিজের চারটে টেস্টের মধ্যে প্রথম টেস্টটি হতে চলেছে। এর পর চিপক, ওয়াংখেড়ে ও ইডেন গার্ডেনস। সেই সব অধিনায়কদের আমরা সংবর্ধিত করব যাঁরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন। বিসিসিআই-এর পক্ষ থেকে যাবতীয় আয়োজন করা হচ্ছে।’’
advertisement
অধিনায়কদের তালিকায় থাকবেন নারি কনট্র্যাক্টর, চাঁদু বোর্ডে, দিলীপ বেঙ্গসরকার, কপিল দেব, রবি শাস্ত্রী, সুনীল গাওস্কর, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, কৃষ্ণমাচারি শ্রীকান্ত। চিফ কোচ অনিল কুম্বলে তো থাকবেনই। রাহুল দ্রাবিড়েরও থাকার সম্ভবনা রয়েছে কানপুরে। কিন্তু যথারীতি বাদ, একসময় ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ৷ তাই এখানেই পরিষ্কার, যে যতোই তাঁকে নিয়ে বায়োপিক তৈরি হোক ৷ তাঁকে নির্দোষ প্রমাণ করা হোক ৷ এখনও তিনি বোর্ডের তালিকায় ব্রাত্য ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
কানপুরে ভারতের ৫০০ তম টেস্টে আমন্ত্রিতদের তালিকায় বাদ আজহার !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement