বাবরের বিরুদ্ধে তোপ দাগলেন আমির, পাক অধিনায়কে 'ভীতু' বললেন প্রাক্তন তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
টি-২০ বিশ্বকাপের ফাইনালে হার পাকিস্তানের। ৫ উইকেটে ম্যাচ জিতল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। জবাবে ১ ওভার বাকি থাকতে জয় পায় ইংল্যান্ড।
#মেলবোর্ন: টি-২০ বিশ্বকাপ ফাইনালের হারের পর পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে নানা মহলে কাটা ছেঁড়া চলছে। কেউ ১৩৭ রানের রসদ নিয়ে পাকিস্তান বোলারদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন। কেউ আবার কোথায় খামতি ছিল দলের তা তুলে ধরছেন। তবে এবার সরাসরি বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির।
ফাইনাল সহ গোটা প্রতিযোগিতায় বাবর আজমের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মহম্মদ আমির। বাবর আজমকে কার্যত ভীতু অধিনায়কের তকমা দিয়েছেন প্রাক্তন বাঁ হাতি পেসার। বিশেষ করে গোটা প্রতিযোগিতায় মহম্মদ নওয়াজকে ঠিক করে বাবর ব্যবহার না করায় তোপ দেগেছেন আমির। ভারতের বিরুদ্ধে শেষ ওভারে নওয়াজ ম্যাচ জেতাতে না পারলেও ড্রেসিং রুমে তার উপর আস্থা দেখিয়েছিলেন বাবর। সেই ভিডিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। কিন্তু আমিরের অভিযোগ, মুখে বললেও কাজে নওয়াজের উপর সাহস করে ভরাসা দেখাননি বাবর।
advertisement
ফাইনালে যেখানে শাদাব খানের খেলতে সমস্যায় পড়ছিল ইংল্যান্ড ব্যাটাররা, সেখানে দলে নওয়াজের মত স্পিনার থাকা সত্ত্বেও কেন বল দিলেন না বাবর তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমির। এক সাক্ষাৎকারে আমির বলেন, 'হ্যারি ব্রুক শাদাবকে খেলতে পারছিল না। সেখানে নওয়াজের হাতেও দারুণ সব অস্ত্র রয়েছে। ওকে বল করালে উইকেট পেতেও পারত। ক্যাপ্টেনকে সাহসী হতে হয়। পরিস্থিতিকে যথাযথ উপলব্ধি করতে হয়। তুমি সাহসী সিদ্ধান্ত নিতে পারনি। ম্যাচ হারলে এই বিষয়গুলি বেশি করে চোখে পড়ে।'
advertisement
advertisement
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ ২০২২ ফাইনালে মেলবোর্নে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন জস বাটলার। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ ও ৩২ রান করেন বাবর আজম। ৩ উইকেট নেন স্যাম কুরান। রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড। ৫২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন বেন স্টোকস।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2022 1:18 PM IST