আইপিএলে না মিচেল মার্শের ! তাহলে কোথায় খেলতে চান তিনি ?
Last Updated:
যে টুর্নামেন্ট খেলার জন্য সবাই মুখিয়ে থাকেন, সেই টুর্নামেন্ট খেলার কোনও ইচ্ছেই নেই মিচেল মার্শের ৷
#মেলবোর্ন: যে টুর্নামেন্ট খেলার জন্য সবাই মুখিয়ে থাকেন, সেই টুর্নামেন্ট খেলার কোনও ইচ্ছেই নেই মিচেল মার্শের ৷ টাকা বা গ্ল্যামার কোনও কিছুই চাই না তাঁর ৷ তাই আইপিএলের বদলে এখন কাউন্টি ক্রিকেট খেলাকেই ঠিক মনে করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ৷ গত বছরও পুণে সুপারজায়ান্টস দলে খেলেতে দেখা গিয়েছিল তাঁকে ৷ এবার অবশ্য আইপিএল থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিলেন মিচেল ৷
মার্শ বলেন, “ অর্থের দিক দিয়ে বিচার করলে নিঃসন্দেহে এটা একটা বড় সিদ্ধান্ত, তবে আমার মূল লক্ষ্য অনেক বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেট খেলা। আমি ইংল্যান্ডে ১৪টা কাউন্টি খেলার সুযোগ পাব, যদি সেই সুযোগ পাই যতটা সম্ভব উন্নতি করার চেষ্টা করব। আগামী কয়েক বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের অনেকগুলো ম্যাচ আছে। ফলে ব্রিটিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও আমি নিজেকে পর্যাপ্ত সুযোগ দিতে চাই।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2018 5:30 PM IST