লর্ডসে প্রথম দিন ব্যাট হাতে ‘দিল’ জিতলেন মিসবা

Last Updated:

পাকিস্তান: ২৮২/ ৬ প্রথম দিনের খেলা শেষে স্কোর

পাকিস্তান: ২৮২/ ৬
প্রথম দিনের খেলা শেষে স্কোর
#লর্ডস:  ইংলিশ কন্ডিশনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা বরাবরাই ঝুঁকির ৷ কিন্তু টেস্ট ক্রিকেটে একটা ট্র্যাডিশনই রয়েছে যে টস জিতলে আগে ব্যাট করে নাও ৷ বড় রান করে তারপর বিপক্ষের ঘাড়ে রানের বোঝাটা একবার চাপিয়ে দিতে পারলেই অনেকটাই কেল্লা ফতে ! কিন্তু ঘরের মাঠে যতোই অ্যান্ডারসন না থাক, ব্রড, ফিনরাও কি আর কম যান ? অন্তত পাকিস্তানের সাম্প্রতিক ফর্মের বিচারে তো ইংল্যান্ড যথেষ্ট কঠিন প্রতিপক্ষ ৷ কিন্তু দিনের শেষে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ২৮২ রান ৷ সৌজন্যে অবশ্যই অধিনায়ক মিসবা উল হক (১১০ নট আউট) ৷ পাক অধিনায়কের দুরন্ত সেঞ্চুরির দৌলতে প্রথম দিনের শেষে মোটামুটি একটা ভদ্রস্থ স্কোর খাঁড়া করতে সফল পাকিস্তান ৷
advertisement
advertisement
বৃহস্পতিবার অবশ্য মিসবার সেঞ্চুরি নয় ৷ এক বিশেষ পাক ক্রিকেটারের টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন দেখতে মাঠে এসেছিলেন ক্রিকেটপ্রেমীরা ৷ তিনি পেসার মহম্মদ আমের যদিও পাকিস্তান বল করায় সেটা শেষপর্যন্ত হয়নি ৷ এমনকী, মিসবার দাপটে ব্যাট হাতেও নামতে হয়নি  তাঁকে ৷ দুই সতীর্থ-সহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে গিয়েছিলেন তরুণ, প্রতিভাবান পাকিস্তানি পেসার। ২০১০-এর সেই অভিশপ্ত টেস্ট সিরিজের পরে আবার সেই লর্ডসেই ফিরলেন আমের। এর আগে টি২০ বিশ্বকাপে তাঁকে খেলতে দেখা গেলেও টেস্টে প্রত্যাবর্তন এই ম্যাচেই হল আমেরের ৷
advertisement
247229
ইংল্যান্ডের বিরুদ্ধে নামলে যেন আলাদাই গতি পেয়ে যায় পাকিস্তান ৷ আট মাস আগে আরব আমিরশাহিতে টেস্ট সিরিজে ব্রিটিশদের ২-০ হারিয়েছিল পাকিস্তান। যার পর পাক অধিনায়ক মিসবা ভেবেছিলেন, অবসর নিয়ে নেবেন। এদিনের সেঞ্চুরির পর অবশ্য তিনি বুঝতে পারছেন যে তখন অবসর না নেওয়ার সিদ্ধান্তটা ভুল নেননি ৷
বাংলা খবর/ খবর/খেলা/
লর্ডসে প্রথম দিন ব্যাট হাতে ‘দিল’ জিতলেন মিসবা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement