Mirabai Chanu : রেকর্ড ভাঙলেন, ছেলে খেলা করে সোনা পকেটে নিলেন ভারতের মীরাবাই চানু
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Mirabai Chanu creates record winning gold medal at Birmingham Commonwealth Games with 201 KG. রেকর্ড ভাঙলেন, ছেলে খেলা করে সোনা পকেটে নিলেন ভারতের মীরাবাই চানু
#লন্ডন: ভারতীয় সময় শনিবার রাতে তাকে দেখার জন্য মুখিয়ে ছিল গোটা ভারতবর্ষ। রাত্রি নটা নাগাদ এলেন মিরা মীরাবাই চানু। প্রথমবারের প্রচেষ্টায় ৮৪, দ্বিতীয়বারে ৮৮ তুললেন। ৯০ কেজি তৃতীয় প্রচেষ্টায় অবশ্য পারলেন না। কিন্তু স্ন্যচ বিভাগে বাকিদের থেকে তিনি এগিয়েছিলেন ১২ কেজিতে। ৮৮ কেজি কমনওয়েলথ রেকর্ড গড়ে ফেললেন।
তখনই মনে হয়েছিল সোনা আসতে চলেছে। কিন্তু বাকি ছিল ক্লিন এন্ড জার্ক। সবার শেষে এলেন মীরা। প্রথম সুযোগেই তুললেন ১০৯ কেজি। বাকিদের এখানেই অনেক পিছনে ফেলে দিলেন মণিপুরের মীরা। সোনা নিশ্চিত হয়ে যাওয়ার পরও ছিল মীরার নিজের চ্যালেঞ্জ। এবার তুললেন ১১৩।
The lift which secured a gold for India at Commonwealth Games 2022. Mirabai Chanu is the name, winning Golds is her hobby. pic.twitter.com/mhLxHpsoHs
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 30, 2022
advertisement
advertisement
টোকিয়ো অলিম্পিক্সে রুপো প্রাপ্ত ভারতের মহিলা ভারোত্তোলক মীরাবাই চানু আসন্ন কমনওয়েলথ গেমসে ৫৫ কেজি ওজন বিভাগে নামতে পারবেন না, এটা আগে ঠিক হয়ে গিয়েছিল। টোকিয়ো অলিম্পিক্সে ৪৯ কেজি বিভাগে রুপো প্রাপ্ত চানুকে এবার ৫৫ কেজি বিভাগে কমনওয়েলথ গেমস বিভাগে নামাতে চেয়েছিল, জাতীয় ভারোত্তোলন ফেডারেশন।
এই প্রতিযোগিতায় পদকের সংখ্যা বাড়ানোর জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিল তারা। কিন্তু তা খারিজ করে দিয়েছিল ভারোত্তোলনের আন্তর্জাতিক সংস্থা। কারণ এই ৫৫ কেজি বিভাগে তিনি দেশের সেরা নন। ৫৫ কেজি বিভাগে ভারতে মেয়েদের মধ্যে এই মুহূর্তে এক নম্বরে বিন্দিয়ারানি দেবী। ২২ বছরের এই মেয়েই এখন এই বিভাগে ভারতের জাতীয় চ্যাম্পিয়ন।
advertisement
কমনওয়েলথ গেমসে প্রাক্তন চ্যাম্পিয়ন মীরাবাঈ ৪৯ কেজি বিভাগে চ্যাম্পিয়ন। আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন বিভিন্ন ওজন বিভাগে জাতীয় সেরাদের সেই বিভাগেই পাঠানোর নিয়ম জারি রেখেছে আসন্ন কমনওয়েলথ গেমসে। সে কারণেই এই বদল। মীরা এবারের কমনওয়েলথ গেমসে নামার আগেই জানিয়েছিলেন এবারের লড়াই নিজের সঙ্গে।
কারণ চার বছর আগে অস্ট্রেলিয়ায় এই প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন তিনি। তাই স্বর্ণপদক ছাড়া চানুর কাছে অন্য কোনো পদক ব্যর্থতার সামিল ছিল এবারের কমনওয়েলথে। মোটিভেশন এর অভাব ছিল না তার। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জারক বিভাগে তিনি কতটা ওজন তুলতে পারেন দেখার ছিল। দেখিয়ে দিলেন বটে মিরা। তিনি প্রথম সোনা আনলেন এবারের ভারতের ঘরে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2022 10:37 PM IST