IFA ইউথ লিগে মার্লিনের জুনিয়র টিমের জয়, ম্যাচের ফল ২-১

Last Updated:

ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগ ২০২৪-২৫-এ অনূর্ধ্ব ১৩ এবং অনূর্ধ্ব ১৫ বিভাগে খেলছে এই দল। মার্লিন রাইজ-এর ফুটবল মাঠেই অনুষ্ঠিত হবে ম্যাচগুলি।

News18
News18
কলকাতা: স্টেট ফুটবল লিগ ২০২৪-২৫-এ প্রথমবার অংশ নিল মার্লিন গ্রুপ। লিগের শুরুতেই তারা হারাল অ্যাডামাস ইউনিভার্সিটি এসএ-কে।
ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগ ২০২৪-২৫-এ অনূর্ধ্ব ১৩ এবং অনূর্ধ্ব ১৫ বিভাগে খেলছে এই দল। মার্লিন রাইজ-এর ফুটবল মাঠেই অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি ম্যাচ। বাংলার ক্রীড়া প্রতিভা তুলে ধরতে চায় মার্লিন গ্রুপ। আজ, মঙ্গলবার অনূর্ধ্ব ১৩ বিভাগের ম্যাচে অ্যাডমাস ইউনিভার্সিটি এসএ-র বিরুদ্ধে মাঠে নামে মার্লিন ক্লাব প্যাভিলিয়ন। এবং ২-১ গোলে জয়ী হয় তারা।
advertisement
advertisement
এই প্রসঙ্গে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সাকেত মোহতা বলেন, ‘‘স্টেট ফুটবল লিগের কিছু ম্যাচ আমাদের নিজস্ব ফুটবল গ্রাউন্ডে আয়োজন করতে পারা বড় ব্যাপার। রোনাল্ডিনহো – আর টেন (R10) ফুটবল অ্যাকাডেমির ছাত্ররা মার্লিন প্যাভিলিয়ন ক্লাবের দলের হয়ে খেলছে। এই লিগে খেলার মাধ্যমে তাদের অভিজ্ঞতা বাড়বে। আমরা আশা করি আমাদের ছাত্ররা ভবিষ্যতে আইএফএ -IFA-র অন্যান্য লিগ ও চ্যাম্পিয়নশিপে এবং জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে। এখানে প্রতিভার অভাব নেই। আমাদের যুবরাজ সিং সেন্টার ফর এক্সেলেন্সের ক্রিকেট দলও সম্প্রতি সিএবি – CAB ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে।’’
বাংলা খবর/ খবর/খেলা/
IFA ইউথ লিগে মার্লিনের জুনিয়র টিমের জয়, ম্যাচের ফল ২-১
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement