Mohammedan SC: ভূস্বর্গ ছেড়ে এসেছিলেন তিলোত্তমায়, চাকরি হারিয়ে কলকাতায় বেকায়দায় মহমেডানের কাশ্মীরী কোচ

Last Updated:

Mohammedan SC: দল ভালো ছন্দে। ড্রেসিংরুমে সুস্থ পরিবেশ। কলকাতা লিগে চ্যাম্পিয়নশিপের দৌড়েও রয়েছে ক্লাব। হঠাৎ কথা নেই, বার্তা নেই! সাদা-কালোয় কোচ বদল। বর্তমান থেকে প্রাক্তন কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু।

পারাদীপ ঘোষ, কলকাতা: বাইরের চাকচিক্য বেড়েছে। বেড়েছে ঝলমলানি। রেড রোডে ধরে মাথা তুলে দাঁড়িয়ে আছে দু’তলা ক্লাব হাউস। কিন্তু অন্দরমহল? সেখানে আজও ঘুরপাক খাচ্ছে সেই আটের দশকের ঘুণ ধরা মানসিকতা। অহেতুক কোচ বদল। দল গঠনে অনাবশ্য মাথা গলানো।  ওমর, ইকবালরা বিদায় নিয়েছেন। কিন্তু দীপক সিং বা সিং সাহেবের তল্পিবাহকরা তো রয়েছেন!
দল ভালো ছন্দে। ড্রেসিংরুমে সুস্থ পরিবেশ। কলকাতা লিগে চ্যাম্পিয়নশিপের দৌড়েও রয়েছে ক্লাব। হঠাৎ কথা নেই, বার্তা নেই! সাদা-কালোয় কোচ বদল। বর্তমান থেকে প্রাক্তন কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু। কারণ? খারাপ পারফরমেন্স কোনওভাবেই বলা যাবে না! ক্লাবে ৫১ শতাংশ শেয়ারের জোরে বিনিয়োগকারীর তুঘলক ইচ্ছাই শেষ কথা! আর তারই বলি মেহেরাজ।
গত মরশুমে আই লিগে দল যখন গাড্ডায়, বহু অনুনয় বিনয়ে এই মেহেরাজকেই দলের দায়িত্ব নিতে রাজি করিয়েছিল সাদা-কালোর বিনিয়োগকারী সংস্থা দীপক সিংয়ের বাঙ্কার হিল। দুই বছরের চুক্তিতে রেড রোড লাগোয়া শতাব্দী প্রাচীন ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন মেহেরাজ। স্বল্প বাজেটে দল গড়ে চালাচ্ছিলেনও বেশ। ডুরান্ডে গোল পার্থক্যে নক আউট পর্বে যাওয়া যায়নি। কলকাতা লিগের দল অবশ্য ছন্দেই ছিল। দশ ম্যাচের আটটায় জয়। মেহেরাজের কোচিংয়ে তিরিশেরও বেশি গোল করে ফেলেছেন ডেভিড ,ব্যারেটোরা।
advertisement
advertisement
তারপরেও হঠাৎ করে কোচ বদলের কারণটা কি? কিছুই নয়! সিং সাহেবের মর্জি! হঠাৎ করে চাকরি হারিয়ে মেহেরাজও অথৈ জলে। মহমেডানকে ভালবেসে পরিবার নিয়ে কাশ্মীর থেকে কলকাতায় এসে উঠেছিলেন। কথা নেই, বার্তা নেই, একদিনের নোটিশে কোচের পদ হারিয়ে মেহেরাজের এখন কিংকর্তব্যবিমূঢ় অবস্থা। সন্তানদের ভর্তি করেছেন কলকাতার স্কুলে। চাকরি হারিয়ে বুঝতে পারছেন না, কি করবেন!
advertisement
শেষ খবর পাওয়া অবধি, রুশ কোচ চেরনিশভকেই আবার ফিরিয়ে আনতে চলেছে মহামেডান। চাকচিক্য বেড়েছে। বাইরের ঝলমলানিই সার। মহামেডান আছে মহামেডানেই। আটের দশকের ঘুণ ধরা ময়দানি মানসিকতা বাসা বেঁধে রয়েছে রেড রোড লাগোয়া ক্লাব তাঁবুতে। যার আরও এক জীবন্ত উদাহরণ হয়ে রয়ে গেলেন মেহেরাজউদ্দিন ওয়াডু।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mohammedan SC: ভূস্বর্গ ছেড়ে এসেছিলেন তিলোত্তমায়, চাকরি হারিয়ে কলকাতায় বেকায়দায় মহমেডানের কাশ্মীরী কোচ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement