বিদায়ী টেস্টে বিশ্বরেকর্ড ম্যাকালামের

Last Updated:

বিদায়ী টেস্টেও বিপক্ষের বোলারদের কালঘাম ছোটাতে বাদ রাখলেন না নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম ৷ শনিবারের পর টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন ম্যাকালামের দখলেই ৷ ক্রাইস্টচার্চে এদিন মাত্র ৫৪ বলেই শতরান পূর্ণ করেন তিনি ৷

#ক্রাইস্টচার্চ: বিদায়ী টেস্টেও বিপক্ষের বোলারদের কালঘাম ছোটাতে বাদ রাখলেন না নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম ৷ শনিবারের পর টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন ম্যাকালামের দখলেই ৷ ক্রাইস্টচার্চে এদিন মাত্র ৫৪ বলেই শতরান পূর্ণ করেন তিনি ৷ এর আগে এই রেকর্ড ছিল ‘কিং অফ ক্রিকেট’ স্যর ভিভিয়ান রিচার্ডসের দখলে ৷ ১৯৮৬ সালে অ্যান্টিগা টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন রিচার্ডস ৷ শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ম্যাকালাম ৷
রিচার্ডসের সেঞ্চুরির ২৮ বছর পর ২০১৪-তে আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যারিবিয়ান কিংবদন্তীর রেকর্ড স্পর্শ করেন পাক অধিনায়ক মিসবা উল হক ৷ এদিন রিচার্ডস ও মিসবার রেকর্ড ভেঙে নজির গড়লেন ম্যাকালাম৷ এ ক্ষেত্রে অবশ্য ভাগ্যের সঙ্গ পেয়েছেন কিউই অধিনায়ক৷ কারণ ব্যক্তিগত ৩৯ রানে গালিতে মিচেল মার্শের হাতে একবার ক্যাচ দিয়েও বেঁচে যান ম্যাকালাম ৷ জেমস প্যাটিনসন নো-বল করায় জীবনদান পান ম্যাকালাম৷ এরপর অবশ্য আর ফিরে তাকাতে হয়নি তাঁকে ৷  ৫৪ বলে ছ’টি ওভার বাউন্ডারি ও ১৬টি বাউন্ডারির সাহায্যে তাঁর টেস্ট কেরিয়ারের দ্বাদশ সেঞ্চুরি পূর্ণ করেন কিউই ব্যাটসম্যান৷ দ্রুততম সেঞ্চুরি ছাড়াও আর একটি রেকর্ডও এদিন গড়েন ম্যাকালাম ৷ টেস্ট ক্রিকেটে সর্বাধিক (১০৬টি) ছয় মারার রেকর্ডও এখন তাঁর দখলে ৷ এদিন অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড ভেঙে দেন কিউই অধিনায়ক৷
advertisement
mccullum
advertisement
শেষ পর্যন্ত প্যাটিনসনেরই শিকার হন ম্যাকালাম৷ ৭৯ বলে ২১টি বাউন্ডারি ও ছ’টি ওভার বাউন্ডারি-সহ ১৪৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন ৩৪ বছরের এই কিউই ব্যাটসম্যান৷ এই টেস্টের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাবেন ম্যাকালাম৷ তার আগে হেগলি ওভালে ‘ম্যাকালাম শো’ দেখে নিলেন দর্শকরা ৷ প্যাভিলিয়নে ফেরার সময় ম্যাকালামকে ‘গার্ড অফ অনার’ দেন অজি ক্রিকেটাররা৷ ম্যাকালামের দুরন্ত সেঞ্চুরি ও কোরি অ্যান্ডারসন (৭২) ও বিজে ওয়াটলিংয়ের (৫৮) হাফ-সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ৩৭০ রান তোলে নিউজিল্যান্ড৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিদায়ী টেস্টে বিশ্বরেকর্ড ম্যাকালামের
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement