MB vs EB: ‘কিতনে আদমি থে, দশ সর্দার, ফির ভি ওয়াপস আ গ্যায়ে’ তুমুল তোলপাড় করছে সৃজিতের পোস্ট

Last Updated:

MB vs EB: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ তো জাস্ট একটা ম্যাচ নয়, এটা একটা আবেগের বিস্ফোরণ তাই বিপক্ষকে খোঁচা না দিলে পুরো আনন্দটা  যেন পাওয়া যায় না৷

 ফিল্ম ডিরেক্টর সৃজিত মুখোপাধ্যায়ের ট্যুইট অবশ্য জাস্ট মাত করে দিয়েছে
ফিল্ম ডিরেক্টর সৃজিত মুখোপাধ্যায়ের ট্যুইট অবশ্য জাস্ট মাত করে দিয়েছে
কলকাতা: ম্যাচের বয়স তখন ৬২ মিনিট ৷ হঠাৎ করেই নীরবতা নেমে এল মোহনবাগান গ্যালারিতে৷ আর ইস্টবেঙ্গল গ্যালারিতে বাঁধন ছাড়া উচ্ছ্বাস৷ কারণ অনিরুদ্ধ থাপা ডবল ইয়েলো কার্ড দেখলেন আর সঙ্গে সঙ্গে মেগা ভোল্টেজ ম্যাচে দশজন হয়ে গেল মোহনবাগান৷ লাল-হলুদ ক্যাম্পের এমনই একটা ভাবনা ম্যাচ জেতা শুধু সময়ের অপেক্ষা৷  কিন্তু কাহানির ট্যুইস্ট তখনও বাকি ছিল৷
ম্যাচের বয়স ম্যাচের ৭১ মিনিটে দুরন্ত গোল করে এগিয়ে যায় ১০ জন হয়ে যাওয়া মোহনবাগান৷ গোল করেন ঝোড়ো কাউন্টার আক্রমণে উঠে এসে  পেত্রাতোস ইস্টবেঙ্গল রক্ষণকে বিট করে দেন৷ বাঁ দিকে কেটে বক্সের বাইরে থেকে গোল মেরে মোহনবাগানকে ১-০ করে দেন৷ ইস্টবেঙ্গল গোলরক্ষকের কাছে এই দুরন্ত দুরপাল্লার শটের কোনও জবাব ছিল না৷
advertisement
advertisement
তখনও ম্যাচের নির্ধারিত সময়েই আরও প্রায় ২০ মিনিট খেলা বাকি৷ ১০ জন বনাম ১১ জনের ম্যাচ কতটা চাপের হয় ফুটবলপ্রেমী মানুষ মাত্রেই জানেন৷ আর লিডও যেখানে মাত্র এক গোলের৷ কিন্তু এরপরেই গোলমুখ খোলার ম্যাজিক চাবিকাঠি পায়নি ইস্টবেঙ্গল৷ ফলে ১-০ স্কোরলাইনে ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান৷
এরপরেই আর বাগান সাপোর্টারদের পায় কে? তারকা ফিল্ম ডিরেক্টর সৃজিত মুখোপাধ্যায়ের ট্যুইট অবশ্য জাস্ট মাত করে দিয়েছে৷  ম্যাচের শেষে ফিল্মি কায়দাতেই নিজের ট্যুইট করেছেন সৃজিত৷
advertisement
তাঁর ট্যুইটে তিনি লেখেন , ‘কিতনে আদমি থে, দশ সর্দার, ফির ভি ওয়াপস আ গ্যায়ে’- শোলের বিখ্যাত ডায়লগ যা যুগের পর যুগ গব্বরের মুখে শুনেছে মানুষ ৷
advertisement
মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ তো জাস্ট একটা ম্যাচ নয়, এটা একটা আবেগের বিস্ফোরণ তাই বিপক্ষকে খোঁচা না দিলে পুরো আনন্দটা  যেন পাওয়া যায় না৷
advertisement
advertisement
এদিনের সৃজিতের ট্যুইট সেই কাজটাই করে গেছে৷ এর পাশাপাশি পেত্রাতোসের গোলের প্রশংসাতেও একের পর এক ট্যুইট হয়েছে৷
আপাতত দিন কয়েক আগের শনিবাসরীয় হারের মধুর বদলা মোহনবাগান রবিবাসরীয় জয় দিয়ে করে নিয়েছে৷ তাই সবুজ মেরুণ ফ্যানরাও নিজেদের আবেগ উজাড় করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
MB vs EB: ‘কিতনে আদমি থে, দশ সর্দার, ফির ভি ওয়াপস আ গ্যায়ে’ তুমুল তোলপাড় করছে সৃজিতের পোস্ট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement