MB vs EB in Ashoknagar: অশোকনগরে এবার জবর খবর, ডার্বির আসর বসাতে তৈরি স্টেডিয়াম, মোহন-ইস্ট ম্যাচ ঘিরে উত্তেজনা

Last Updated:

MB vs EB in Ashoknagar: অশোকনগর স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল মোহনবাগান! কলকাতা লিগের ম্যাচ দিয়ে শুরু

+
অশোকনগর

অশোকনগর স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল মোহনবাগান! কলকাতা লিগের ম্যাচ দিয়ে শুরু

উত্তর ২৪ পরগনা : এবার অশোকনগরের স্টেডিয়ামেই হবে মোহনবাগান ইস্টবেঙ্গল হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ! বিধায়কের ঘোষণার পরেই যেন আসায় বুক বাঁধছে ক্রীড়াপ্রেমী মহল। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অশোকনগর বিধানচন্দ্র ক্রীড়াঙ্গন দেখাশোনার ভার ছিল অশোকনগর স্পোর্টস অ্যাসোসিনের হাতে। নারায়ণ গোস্বামী বিধায়ক হওয়ার পরে অশোকনগর স্টেডিয়ামকে অধিগ্রহণ করে অশোকনগর কল্যাণগড় পৌরসভা।
সে সময় বিধায়ক কথা দিয়েছিলেন অশোকনগরের খেলাধুলার মান উন্নয়নে স্টেডিয়ামকে সংস্কার করা হবে এবং কলকাতা লিগের ম্যাচ যাতে এখানে ব্যবস্থা করা যায় তিনি দেখবেন। অবশেষে কথা রাখলেন বিধায়ক নারায়ণ গোস্বামী,  অশোকনগরে ফের কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা অনুষ্ঠিত হল এদিন।
advertisement
advertisement
প্রথম খেলায় ভিক্টোরিয়া ক্লাব যাদবপুরকে ১-০ গোলে পরাজিত করে।  বিধায়ক নারায়ণ গোস্বামী জানান আগামীতে এই মাঠেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ম্যাচ করার আশা রয়েছে।   পাশাপাশি কলকাতা ফুটবল লিগের এই ম্যাচ অশোকনগরে দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে। এখন দেখার ফুটবলপ্রেমীদের প্রত্যাশা মত আগামীতে কবে দেখা যায় ইস্টবেঙ্গল মোহনবাগান সহ হাই ভোল্টেজ ম্যাচ। অশোকনগরের বিধানচন্দ্র ক্রীড়াঙ্গন আবারও দর্শকদের পুরনো উন্মাদনা ফিরে পায়।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/খেলা/
MB vs EB in Ashoknagar: অশোকনগরে এবার জবর খবর, ডার্বির আসর বসাতে তৈরি স্টেডিয়াম, মোহন-ইস্ট ম্যাচ ঘিরে উত্তেজনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement