Mary Kom Divorce: পরকীয়া নাকি কয়েক কোটি টাকা লোকসানই কারণ? গ্রে ডিভোর্সে ২০ বছরের দাম্পত্য ভাঙছে তারকা বক্সার মেরি কমের? গুঞ্জন তীব্র

Last Updated:

Mary Kom Divorce: তাঁর চার সন্তানকে নিয়ে মেরি বর্তমানে থাকছেন ফরিদাবাদে তাঁদের বাড়িতে। অন্যদিকে ওনলার থাকেন দিল্লিতে।

মেরি কমের ২০ বছরের দাম্পত্য ভাঙনের মুখে
মেরি কমের ২০ বছরের দাম্পত্য ভাঙনের মুখে
নয়াদিল্লি: ফের গ্রে ডিভোর্স সেলেব মহলে। এ বার ঘর ভাঙছে তারকা বক্সার মেরি কমের। শোনা গিয়েছে ব্যক্তিগত জীবনে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অলিম্পিকে পদকজয়ী মুষ্টিযোদ্ধা। মেরি এবং তাঁর স্বামী করুং ওঙ্খোলার ওরফে ওনলারের ২০ বছরের দাম্পত্য ভাঙনের মুখে। মেরি এবং ওনলার এখন আলাদা থাকছেন। ২০২২ সালে মণিপুর বিধানসভা নির্বাচনে ওনলারের পরাজয়ই তাঁদের বিচ্ছেদের অন্যতম কারণ। শোনা গিয়েছে, সেই নির্বাচনে প্রচার অভিযানে ২ থেকে ৩ কোটি টাকা খরচ করেছিলেন এই দম্পতি। কিন্তু নির্বাচনে ওনলার হেরে যাওয়ার জেরে ধ্বস্ত হয়ে যান তাঁরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তাঁর চার সন্তানকে নিয়ে মেরি বর্তমানে থাকছেন ফরিদাবাদে তাঁদের বাড়িতে। অন্যদিকে ওনলার থাকেন দিল্লিতে। ক্রীড়ামহলে গুঞ্জন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছেই ছিল না ওনলারের। স্ত্রী মেরির জোরাজুরিতে তিনি রাজনীতিতে যোগ দেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে ভরাডুবির জেরে তছনছ হয়ে যায় তাঁদের দাম্পত্যও। আসন্ন বিবাহ বিচ্ছেদ নিয়ে মেরি বা তাঁর স্বামী ওনলার কেউ কিছু বলেননি। তবে এটা হাওয়ায় ভাসা নিছক গুঞ্জন নয় বলেই মত ওয়াকিবহাল মহলের। এমনকি, এও শোনা যাচ্ছে যে আর এক বক্সারের স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন মেরি।
advertisement
আরও পড়ুন : অনলাইন প্রেমের টানে আমেরিকা থেকে অন্ধ্রপ্রদেশে! বয়সে ৯ বছরের ছোট ইনস্টা-প্রেমিককে দেখতে প্রত্যন্ত গ্রামে হাজির বিদেশিনী
২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেরি এবং করুং ওঙ্খোলার। ২০০৭ সালে তাঁদের যমজ পুত্রসন্তানের জন্ম হয়। ২০১৩ সালে আরও একটি পুত্রসন্তানের জন্ম হয়। ২০১৮ সালে তাঁরা এক কন্যাসন্তানকে দত্তক নেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি, সন্তানদের নিয়ে মেরির বাড়ি ছেড়ে চলে যাওয়ায় ওনলারের মন ভেঙে গিয়েছে বলে মত তাঁদের পরিচিত মহলের। তিনি সবসময়ই একজন নিবেদিতপ্রাণ বাবা। মেরির পাশে থেকে তাঁদের সন্তানদের লালন-পালনের জন্য নিজের ফুটবল কেরিয়ার পর্যন্ত ত্যাগ করেছে। অভিযোগ, এখন তিনি ছেলেমেয়েদের সঙ্গেই দেখা করতে পারছেন না। এই পরিস্থিতি তাঁর উপর মানসিকভাবে প্রভাব ফেলেছে বলে দাবি পরিচিতদের।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
Mary Kom Divorce: পরকীয়া নাকি কয়েক কোটি টাকা লোকসানই কারণ? গ্রে ডিভোর্সে ২০ বছরের দাম্পত্য ভাঙছে তারকা বক্সার মেরি কমের? গুঞ্জন তীব্র
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement