আইওসি-র নিয়মের ফাঁসে রিও অলিম্পিকে নেই মেরি !
Last Updated:
রিও-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রিও পেলেন না মেরি কম। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে ছাড়াই অলিম্পিকে নামতে হচ্ছে ভারতকে।
#নয়াদিল্লি: বেজিং ও লন্ডন অলিম্পিকে আট জনের বক্সিং দল পাঠানোর খেসারত দিতে হল ভারতকে। রিও-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রিও পেলেন না মেরি কম। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে ছাড়াই অলিম্পিকে নামতে হচ্ছে ভারতকে।
রিও-এ নেই মেরি। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নকে ছাড়াই অলিম্পিকে নামবে ভারত। ওয়াইল্ড কার্ড নিয়ে রিও অলিম্পিকে নামার সম্ভাবনা ছিল লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় বক্সারের।
বৃহস্পতিবারই এআইবিএ-র অ্যাড-হক কমিটির চেয়ারম্যান কিষেণ নারশি সব জল্পনায় জল ঢেলে দেন। শেষ দুটি গেমসে ভারত আট জনের দল পাঠানোতেই এই বিপত্তি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির নিয়মে আট জনের বেশি প্রতিযোগী না পাঠালে ওয়াইল্ড কার্ডের সুবিধে পায় না সংশ্লিষ্ট দেশ। আর সে কারণেই রিও-তে ওয়াইল্ড কার্ডের সুবিধে পাবে না ভারত। লন্ডন অলিম্পিকে সাত জন পুরুষ বক্সারের সঙ্গে মেরি কমকে পাঠিয়েছিল ভারত।
advertisement
advertisement
পাঁচ বার বিশ্বসেরার শিরোপা ছাড়াও মণিপুরি বক্সারের দখলে রয়েছে অলিম্পিক ও এশিয়ান গেমসের পদক। রিও-তে পদক আনার লক্ষ্যে নিজেকে তৈরিও করছিলেন ম্যাগনিফিসেন্ট মেরি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রিও-তে নামাই হচ্ছে না ভারতের বিশ্বজয়ী মহিলা বক্সারের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 23, 2016 1:33 PM IST