‘‘নিষিদ্ধ ড্রাগ নিয়েছি !’’ স্বীকারোক্তি শারাপোভার

Last Updated:

নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন তিনি। সাংবাদিকদের ডেকে, সকলের সামনে এ কথা স্বীকার করলেন মারিয়া শারাপোভা। তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত সাসপেনশন বহাল থাকবে।

#মস্কো:   এবার ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন টেনিস সুন্দরী মারিয়া শারাপোভাও ৷  হঠাৎই সাংবাদিক সম্মেলন ডাকায় সবাই ভেবেছিলেন হয়তো টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত জানাবেন তিনি ৷ কিন্তু সবাইকে চমকে দিয়ে শারাপোভা বলেন, ‘‘ অস্ট্রেলিয়ান ওপেনের ড্রাগ টেস্টে আমি ব্যর্থ হয়েছি। আমি নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়াম নিয়েছিলাম। আমি এর পুরো দায় নিচ্ছি। তবে অজান্তেই এই ভুল আমি করে ফেলেছি।’’ তিনি আরও বলেন, ‘‘বিশাল বড় ভুল করে ফেলেছি। আমার ভক্তদের হৃদয় ভেঙেছি আমি। টেনিস খেলাটাকে কলঙ্কিত করেছি।’’
পাঁচটি গ্র্যান্ডস্ল্যাম জয়ী মাশা বেশ কয়েকমাস ধরেই তেমন ফর্মে নেই ৷ তাই অবসরের জল্পনাটা ছিলই ৷ কিন্তু সাংবাদিক বৈঠকে এমন একটা চাঞ্চল্যকর স্বীকারোক্তি বিশ্বের হায়েস্ট পেড মহিলা অ্যাথলিট করে বসবেন, সেটা হয়তো কেউই আশা করেননি ৷ গত ২৬ জানুয়ারি ডোপ টেস্ট হয় শারাপোভার। সেদিনই তিনি অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান।
advertisement
শারাপোভার এই ঘোষণার পরে তাঁর পাশে দাঁড়িয়েছেন টেনিস কিংবদন্তী মার্টিনা নাভ্রাতিলোভা। তিনি বলেছেন, ‘‘আশা করি শারাপোভা না-জেনেই এই ভুল করে ফেলেছেন। এই ড্রাগটি ২০১৫ সাল পর্যন্তও নিষিদ্ধ ছিল না।’’ এদিকে শারাপোভার স্বীকারোক্তির পর তাঁর সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করল নাইকি ৷ তদন্ত চলাকালীন মাশা-কে আর ব্র্যান্ড অ্যাম্বাসডার রাখা হবে না বলে জানিয়েছে সংস্থা ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘নিষিদ্ধ ড্রাগ নিয়েছি !’’ স্বীকারোক্তি শারাপোভার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement