২০০৬ থেকে মেলডোনিয়াম নিয়েছেন মাশা
Last Updated:
আফসোস। জল্পনা। যন্ত্রণা নিয়েই দিন কাটাচ্ছেন এখন পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ী।
#মস্কো: বিশ্ব টেনিস আপাতত দু’বছর দেখতে পাবে না রুশ সুন্দরীর দাপট। বিমুখ হচ্ছেন স্পনসররাও। তবু হাল ছাড়তে চান না মাশা। অনিচ্ছাকৃত ভুলে এত বড় শাস্তিতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের যন্ত্রণাই তুলে ধরছেন মাশা।
মারিয়া শারাপোভা। টেনিসের রাণী। রুশ সুন্দরী। তিনি খেললেই গ্ল্যামার। অথচ বিশ্ব টেনিস সার্কিটে তিনি আউট। নির্বাসিত। এখনও বিস্ময়ের ঘোর কাটেনি মারিয়া শারাপোভার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফ্যানদের মিস করার কথাও জানাতে ভোলেননি তিনি। টেনিস খেলতে না পারার যন্ত্রণাটাও তুলে ধরেছেন। কিন্তু মারিয়া বুঝতে পারছেন না তাঁর ভবিষ্যৎ।
মাত্র ১৭ বছর বয়সে ২০০৪ সালে উইম্বলডন জিতেছিলেন শারাপোভা। গ্র্যান্ডস্ল্যাম বৃত্ত সম্পন্ন করতে ২০০৮ সালে চ্যাম্পিয়ন হন অস্ট্রেলিয়া ওপেনের। ২০০৬ সালে চ্যাম্পিয়ন হন ইউএস ওপেন। ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হন ফরাসি ওপেন।
advertisement
advertisement
আর এবার, হিসেব বলছে, মারিয়া শারাপোভা কোর্টে ফিরতে পারেন ২০১৮ সালে ফরাসি ওপেনে। ততদিনে মারিয়ার বয়স বেড়ে ২৯ থেকে হয়ে যাবে ৩১। এতদিন আন্তর্জাতিক মঞ্চ থেকে বাইরে থাকার পর আদৌ কি ফিরতে পারবেন মাশা, প্রশ্ন থাকছেই।
শারাপোভা বলেছেন, ‘অনিচ্ছাকৃত ভুল নিয়ে আইটিএফ এবং ট্রাইবুনাল একমত। ২০০৬ সালে হার্টের অসুখের জন্যই মেলডোনিয়াম নেওয়ার শুরু পারিবারিক চিকিৎসকের পরামর্শে। আর সেটা মেনেই নির্বাসন দু’বছরের করা হয়েছে। অন্যদিকে, আইটিএফও জানিয়েছে, নিয়ম মেনেই নির্বাসন। শারাপোভা যে নিষিদ্ধ ওষুধ নিতেন, তা প্রমানিত। আমাদের কিছু করার নেই।
advertisement
আফসোস। জল্পনা। যন্ত্রণা নিয়েই দিন কাটাচ্ছেন এখন পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ী।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2016 5:24 PM IST