অলিম্পিকের কাউন্টডাউন শেষ পর্যায়, সেজে উঠছে মারাকানাও
Last Updated:
শেষবেলার কাউন্টডাউন চলছে। তৈরি ব্রাজিল।
#রিও ডি জেনেইরো: অলিম্পিকের শেষবেলার কাউন্টডাউন চলছে। তৈরি ব্রাজিল। লাতিন আমেরিকার মাটিতে প্রথম অলিম্পিকের জন্য প্রহর গুনছে গোটা বিশ্ব। প্রথমবার বিশ্ব ক্রীড়ার আসরে যোগ দিতে হাজির কসভো। রিও মোড়া মিলিটারি পুলিশের কড়া নজরে।
অ্যাথলিটদের পদক কীভাবে দেওয়া হবে ৷ উদ্বোধনের রিওর স্টেডিয়ামে চলছে জোর মহড়া ৷ এসবের মধ্যেই লাস্যময়ী কোপাকাবানায় রোদ পোয়াছে রিও। রোজকারের মতোই ঘুরছেন ফেরিওয়ালারা। আর বিকিনি সুন্দরীরা ব্যস্ত বেলা তটে অবসর যাপনে। এই ছুটির মেজাজে অবশ্য ছুটি নেই ব্রাজিলের মিলিটারি পুলিশের। তাঁদের তীক্ষ্ম নজর গোটা পরিস্থিতির উপরে। ইতিমধ্যেই জলপথে জঙ্গি হামলার ইঙ্গিত পেয়েছে রিও। তাই ভাসিয়ে দেওয়া হয়েছে রণতরী। কোপাকাবানার পাশাপাশি নিরাপত্তা কঠোর করা হয়েছে উদ্বোধনের স্টেডিয়াম মারাকানায়। যেখানে চলছে শেষ বেলার প্রস্তুতি। কোথাও কোনও ফাঁক রাখতে চায় না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এরমধ্যেই প্রথমবার অলিম্পিকে যোগ দিতে ব্রাজিলে হাজির কসভো। বিমানবন্দরেই তাঁদের স্বাগত জানাতে হাজির রিও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2016 1:12 PM IST