আইপিএলের নিলামে ‘আনসোল্ড’, হতাশ মনোজ কী ট্যুইট করলেন ? দেখে নিন

Last Updated:
#কলকাতা: আইপিএলের নিলামে বাংলার ক্রিকেটারদের ব্রাত্য থাকার ছবিটা এখন আর নতুন নয় ৷ কেকেআর-এ বাংলার ক্রিকেটারের অভাব নিয়ে যেমন প্রশ্ন অনেক সময়েই উঠেছে ৷ তেমনি অনেক সিনিয়র বাংলার ক্রিকেটারই রয়েছেন, যাঁরা ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করলেও তাঁদের দিকে ফিরে তাকাতে খুব একটা আগ্রহ বোধ করে না কোনও ফ্র্যাঞ্চাইজই ৷
বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারির ক্ষেত্রে তেমনটাই ঘটল মঙ্গলবার আইপিএলের নিলামে ৷ দু-দু’বার নাম উঠলেও কোনও দলই মনোজকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করে নি এদিন ৷ ফলে নিলামে ‘আনসোল্ড’ হয়ে স্বভাবতই হতাশ ২০১৭-র আইপিএলে ১৫ ম্যাচে ৩২৪ রান করা মনোজ ৷
সোশ্যাল মিডিয়ায় মনোজ নিজের হতাশা প্রকাশ করে লেখেন, ‘‘দেশের জন্য সেঞ্চুরি করার পরেও টানা ১৪টি ম্যাচে বাদ পড়ে অবাক হয়ে প্রশ্ন করেছিলাম, কী ভুল করেছি আমি ? তেমনই ২০১৭-র আইপিএলে পাওয়া ট্রফিগুলোর দিকে তাকিয়ে এখনও অবাক হচ্ছি, কী ভুল করেছি? ’’
advertisement
advertisement
নিলামে অবিক্রিত থেকে হতাশ বাংলার আরেক ক্রিকেটার ঈশান পোড়েলও ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলের নিলামে ‘আনসোল্ড’, হতাশ মনোজ কী ট্যুইট করলেন ? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement