চিকেন পক্স ! বেশ কয়েকটি ম্যাচে নেই মণীশ
Last Updated:
আইপিএলের মাঝপথেই কেকেআরের জন্য দুশ্চিন্তা বাড়ালেন মণীশ পাণ্ডে ৷ চিকেন পক্সে আক্রান্ত হয়ে টুর্নামেন্টের এখন অনেকগুলো ম্যাচেই অনিশ্চিত তিনি ৷
#পুণে: আইপিএলের মাঝপথেই কেকেআরের জন্য দুশ্চিন্তা বাড়ালেন মণীশ পাণ্ডে ৷ চিকেন পক্সে আক্রান্ত হয়ে টুর্নামেন্টের এখন অনেকগুলো ম্যাচেই অনিশ্চিত তিনি ৷ বেশ ক’টা দিন বিশ্রামের পর শনিবার পুরোদমে প্র্যাকটিসে নেমেছিলেন নাইটরা ৷ সেখানেই আবিষ্কার হয়, যে দলের অন্যতম সেরা ব্যাটসম্যানের চিকেন পক্স হয়েছে ৷ স্থানীয় চিকিৎসককে দিয়ে তাঁকে পরীক্ষা করানো হয়। তিনিই বলেন, চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন মণীশ। রোগ সংক্রামক বলে কেকেআর-এর অন্যান্য ক্রিকেটারদেরও সতর্ক করে দিয়েছেন চিকিৎসক। মণীশকে প্রথমে বেঙ্গালুরু ফেরত পাঠানোর কথা হলেও তিনি নিজেই দলের সঙ্গে থেকে যেতে চান। মণীশের জন্য হোটেলে আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বললেন, ‘‘ওর সংক্রমণ বেশি হয়নি। চিকিৎসাও শুরু হয়ে গিয়েছে জোরকদমে।’’ শুক্রবার ক্রিকেটারেরা টিম মালিক শাহরুখ খানের নতুন সিনেমা ‘ফ্যান’ দেখতে গেলেও মণীশ নিজেকে ঘরবন্দিই রেখেছিলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 24, 2016 9:15 AM IST