রুনিদের টিম বাসে হামলা !
Last Updated:
মুখ পুড়ল ইংলিশ ফুটবলের! লজ্জার সাক্ষী রইল ঐতিহ্যের ইংলিশ প্রিমিয়ার লিগ। মত্ত সমর্থকদের হাতে আক্রান্ত হলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফুটবলাররা।
#লন্ডন: মুখ পুড়ল ইংলিশ ফুটবলের! লজ্জার সাক্ষী রইল ঐতিহ্যের ইংলিশ প্রিমিয়ার লিগ। মত্ত সমর্থকদের হাতে আক্রান্ত হলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফুটবলাররা। আপটন পার্কে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে প্রিমিয়ার লিগ ম্যাচ খেলার কথা ছিল ম্যান ইউয়ের। ভ্যান গলের দল আপটন পার্কে পৌঁছনোর মুখে ওয়েস্ট হ্যাম সমর্থকরা টিম বাস ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রেড ডেভিলসদের টিম বাস লক্ষ্য করে উড়ে আসতে থাকে ঢিল। টিমবাসের উইন্ড স্ক্রিন ভেঙে যায়। আতঙ্কিত হয়ে বাসের মধ্যে চেঁচাতে শুরু করেন ফুটবলাররা। বাসের মেঝেতে শুয়ে পড়েন অনেকে। ঘোড়সওয়ার পুলিশ এসে লাঠি ও কাঁদানে গ্যাস চালিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। দোষী সমর্থকদের চিহ্নিত করে আজীবন ব্যান করার সিদ্ধান্ত জানিয়েছে ওয়েস্ট হ্যাম। ঝামেলার জেরে ম্যাচ শুরু হয় ৪৫ মিনিট দেরিতে। ম্যাচে ৩-২ গোলে হেরেও যায় ম্যান ইউ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2016 5:10 PM IST