চাষির ঘরে এল ব্রোঞ্জ পদক! বাংলার ছেলে যা করলেন, বাঙালি হিসেবে গর্ব হবে
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Boxing: চাষবাস করেও যে পদক জেতা যায়, দেখিয়ে দিলেন বাংলার এই যুবক।
মালদহ: পেশায় কৃষিজীবী, ছোটবেলা থেকে বক্সিং শখ থাকলেও নানা সমস্যায় খেলা এগিয়ে নিয়ে যেতে পারেনি। মাঝপথে খেলা ছাড়তে হয়েছিল।
অবশেষে কৃষিকাজের পাশাপাশি মাত্র চার মাস বক্সিং প্রশিক্ষণ নিয়েই ব্রোঞ্জ পদক জিতলেন রাজকুমার রায়। কৃষিকাজ করেই রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে মালদহের নাম উজ্জ্বল করলেন রাজকুমার।
রাজ্য স্তরের প্রতিযোগিতায় পদক জিতে মালদহের বক্সিং ভবিষ্যৎ দেখাচ্ছেন বছর ত্রিশের এই যুবক। ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ বক্সিং এসোসিয়েশনের উদ্যোগে বেহালায় পশ্চিমবঙ্গ রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন- টি-বাটি বিক্রি হয়ে যাবে! রোনাল্ডোর এই সবুজ ঘড়ির দাম এত! হা হয়ে যাবেন শুনে
মালদহ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে রাজ্যস্তরের এই বক্সিং প্রতিযোগিতায় মোট চারজন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পুরাতন মালদাহের রাজকুমার রায় ৭৫ কেজি বিভাগে অংশগ্রহণ করেছিলেন।
এই প্রথম রাজ্য স্তরের কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক জিতলেন রাজকুমার। বক্সিং কোচ প্রণব কুমার ভট্টাচার্য বলেন, মালদহ থেকে মোট চারজন অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায়। তাদের মধ্যে রাজকুমার ব্রোঞ্জ জিতেছে।
advertisement
আরও দুজন সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল। মালদহ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বক্সিং প্রশিক্ষণ শিবির শুরু করা হয়েছে। জেলার বিশিষ্ট কোচ প্রণব কুমার ভট্টাচার্য নিয়মিত বক্সিং প্রশিক্ষণ দিচ্ছেন জেলার খুদে ও উড়তি প্রতিভাবানদের।
আরও পড়ুন- মুম্বইয়ের আকাশে তারা মাধওয়াল, পাঁচ রানে ৫ উইকেট নিয়ে ছুটি করে দিলেন লখনউয়ের
এক সময় তিনি রাজকুমার রায়কে প্রশিক্ষণ দিয়েছিলেন। আর্থিক অনটন ও বিভিন্ন সমস্যা থাকায় রাজকুমার মাঝপথে প্রশিক্ষণ ছেড়ে দেয়। কোচ প্রণব কুমার ভট্টাচার্য পুনরায় তাকে মাঠে ফিরিয়ে নিয়ে আসেন।
advertisement
গত প্রায় চার মাস ধরে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন তাকে। মাঝে গত ১৮ থেকে ২০ মে পশ্চিমবঙ্গ রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সেখানে রাজকুমার রায় অংশগ্রহণ করেন।
এই প্রথম তিনি কোনও রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাযন। আর তাতেই বাজিমাত। প্রথম প্রতিযোগিতায় নেমেই ব্রোঞ্জ পদক জিতেছে। তাঁর এমন সাফল্যে খুশি কোচ প্রণব কুমার ভট্টাচার্য।
advertisement
আগামীতে তাঁকে নিয়ে স্বপ্ন দেখছেন জেলার বক্সিং কোচ। প্রতিভা রয়েছে সুযোগ পেলে আগামীতে আরও ভালো ফল করবে রাজকুমার এমনটাই আশা জেলার ক্রীড়া প্রেমীদের। রাজকুমারের ইচ্ছে আগামীতে জেলার জন্য প্রতিযোগিতায় নেমে স্বর্ণপদক জেতা।
শুধুমাত্র রাজ্য স্তরে নয়, জাতীয় স্তরে খেলারও ইচ্ছে রয়েছে। তার জন্য এখন থেকেই আবারও পরিশ্রম শুরু করেছেন। রাজকুমার রায় বলেন, আর্থিক অনটন থাকায় মাঝে খেলতে পারিনি। এখন আবার খেলা শুরু করেছি। আমার লক্ষ্য এবার সোনার পদক।
advertisement
হরষিত সিংহ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2023 4:06 PM IST