Dhoni: বিদায়বেলায় কলকাতাকে শেষ ধন্যবাদ ধোনির! কেকেআরের বেগুনি জার্সিতে মাঠে আসতে বললেন
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: রবিবার হয়তো ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে শেষবার নিজের পেশাদার ক্রিকেট জীবনের শেষ ক্রিকেট ম্যাচটা খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। আজ শুধু তার জন্যই ইডেনের বেশিরভাগটা ছিল হলুদ জার্সিতে ভরা। ৮ থেকে ৮০ আজ বেশিরভাগ মানুষ মাঠে গিয়েছিলেন শুধুমাত্র ধোনিকে দেখতে শেষবার মাঠে খেলার জন্য।
জিতেই মাঠ ছাড়লেন চেন্নাই অধিনায়ক। শাহরুখ খানের কেকেআরকে দাপটের সঙ্গেই হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ৪৯ রানে জয় সেটাই প্রমাণ করে। ম্যাচ শেষে ধোনি বলে গেলেন, ' কলকাতাকে ধন্যবাদ জানাব। আমার জন্য বেশিরভাগ মানুষ আজ হলুদ জার্সি পরে মাঠে এসেছেন। এটা দারুন ব্যাপার। তবে আমি তাদের অনুরোধ জানাব পরের বার কেকেআরের বেগুনি জার্সি পড়েও মাঠে আসতে।
advertisement
আমি সত্যি মোহিত। কলকাতার মানুষদের মন থেকে ধন্যবাদ বলছি। আসলে মহেন্দ্র সিং ধোনি একটা আবেগের নাম। ভারতের একমাত্র অধিনায়ক যিনি তিনটে আইসিসি পুরস্কার জিতেছেন। শুধু পরিসংখ্যান দিয়ে তাকে মাপা যায় না। ধোনি যেন হ্যামলিনের বাঁশিওয়ালা। যেখানেই যান মানুষ এক অমোঘ আকর্ষনে তার পিছনে পিছনে যান।
advertisement
This show of Yellove was massive. Super Thanks, Kolkata! 💛🥳#KKRvCSK #WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/nMwr706n53
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2023
advertisement
এই ইডেনে অতীতে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক ম্যাচ খেলেছেন মাহি। আজ খেললেন আইপিএল জীবনের শেষ ম্যাচ। কলকাতার মানুষ তাকে সম্মান জানাবেন সেটাই স্বাভাবিক। দাদার শহরেও ধোনির ভালোবাসার মানুষের যে অভাব নেই। প্রমাণ করে দিয়েছে সুপার সানডের ইডেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 12:14 AM IST