ওকিফের পর এবার লিয়ঁ, স্পিন জাদুতে বেঙ্গালুরুতেও ধরাশায়ী টিম বিরাট !
Last Updated:
ভারত: ১৮৯ ( ৭১.২ ওভার), অস্ট্রেলিয়া: ৪০/০ ( ১৬ ওভার)
ভারত: ১৮৯ ( ৭১.২ ওভার)
অস্ট্রেলিয়া: ৪০/০ ( ১৬ ওভার)
প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে পিছিয়ে ১৪৯ রানে ৷
#বেঙ্গালুরু: টানা ১৯ টেস্ট যে দল অপরাজিত থাকে, তাদের নিজেদের দেশেই যে এমন দুর্দশা হবে, স্পিনের সামনে ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পন করবেন, এমনটা হয়তো কেউই আশা করেননি ৷ কিন্তু পুণেতে ভরাডুবির পর বেঙ্গালুরুর শুরুটাও একেবারেই ভাল হল না টিম বিরাটের ৷ মাত্র ১৮৯ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস ৷ এদিন ৭১.২ ওভারই স্থায়ী হল ভারতের ব্যাটিং ৷ একা লড়লেন ওপেনার লোকেশ রাহুল (৯০) ৷
advertisement
advertisement
শনিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কোহলি। আগের টেস্টে টস হারাটাও ম্যাচ হারার একটা অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছিল ৷ এদিন কিন্তু টস জিতে চোখ বুজে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ৷ চিন্নাস্বামীর উইকেটে কোনও জুজুও ছিল না ৷ কিন্তু মিচেল স্টার্কের বদলে ওপেনার হিসেবে এই টেস্টে দলে ঢোকা অভিনব মুকুন্দ (০) আউট হওয়ার পরেই একে একে পতন শুরু হয় ভারতীয় ব্যাটিংয়ের ৷ পুণেতে দুই ইনিংসেই ৬টা করে উইকেট নিয়ে ভারতকে একাই শেষ করে দিয়েছিলেন ও’কিফ। এদিন বেঙ্গালুরুতে একা ৮ উইকেট নিয়ে ভারতের প্রথম ইনিংস ধ্বংস করলেন আরেক স্পিনার ন্যাথান লিয়ঁ। ব্যাট হাতে এবারও ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি (১২) ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2017 3:35 PM IST