ফের লোধার তোপের মুখে বিসিসিআই !
Last Updated:
ফের লোধার তোপে বিসিসিআই। এবার পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জিকে পিল্লাইয়ের নাম সুপারিশ করা হল
#নয়াদিল্লি: ফের লোধার তোপে বিসিসিআই। এবার পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জিকে পিল্লাইয়ের নাম সুপারিশ করা হল। ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে শুনানির আগে বোর্ডের কাছে ফের ধাক্কা বলেই মত ওয়াকিবহাল মহলের।
দিন কয়েক শান্ত থাকার পর ফের বোর্ডের দিকে তোপ ছুঁড়তে শুরু করল লোধা কমিশন। ১৩ ডিসেম্বর কমিশনের সুপারিশ নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিতে চলেছেন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর। তার আগেই শীর্ষ আদালতে একধাপ এগিয়ে থাকলেন আরএম লোধা। সোমবার সুপারিশ করা হয়েছে, বোর্ডের সমস্ত কর্তাকে অপসারণ করে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হোক জিকে পিল্লাইকে। কেন্দ্রের প্রাক্তন স্বরাষ্ট্রসচিবের নাম সুপারিশ করে কমিশনের দাবি, রাজ্য সংস্থার যে সব কর্তারা নিয়মের বাইরে, তাঁদেরও সরিয়ে দেওয়া হোক।
advertisement
৫ ডিসেম্বর শীর্ষ আদালতের বোর্ডের পরীক্ষা। কারণ, ওই দিন জানাতে হবে কবে থেকে সুপারিশ কার্যকর হচ্ছে। তার আগে পর্যবেক্ষক পিল্লাইয়ের জন্য ব্যাকফুটে বোর্ড। যদি কমিশনের সুপারিশ মেনে পিল্লাইয়ে সুপ্রিম কোর্ট সিলমোহর দেয়, সেক্ষেত্রে কী ভাবে বোর্ড চলবে, সেই ভাবনায় এখন কর্তারা। বিশেষ করে আইপিএলের সম্প্রচার স্বত্ত্বের টেন্ডার থেকে স্পনসর কী ভাবে হবে, তা নিয়েও উদ্বেগ কর্তাদের।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2016 3:25 PM IST