বিসিসিআইয়ের সংস্কারের সুপারিশ লোধা কমিশনের রিপোর্টে

Last Updated:

‘বিসিসিআই-এর কাঠামো সংস্করণের প্রয়োজন ৷’ সোমবার এই মর্মে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট জমা দিল লোধা কমিটি ৷ সূত্রের খবর, রিপোর্টে বিসিসিআই-এর কাঠামো পরিবর্তনের সুপারিশ করা হয়েছে ৷ বোর্ড আধিকারিকদের এবং প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর রিপোর্ট পেশ করেছে লোধা কমিশন ৷

#নয়াদিল্লি : ‘বিসিসিআই-এর কাঠামো সংস্কারের প্রয়োজন ৷’ সোমবার এই মর্মে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট জমা দিল লোধা কমিটি ৷ সূত্রের খবর, রিপোর্টে বিসিসিআই-এর মধ্যে স্বচ্ছতা আনতে এবং স্বার্থের সংঘাত এড়াতে একাধিক সংস্কারের সুপারিশ করা হয়েছে ৷ বোর্ড আধিকারিকদের এবং প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর রিপোর্ট পেশ করেছে লোধা কমিশন ৷
গত বছরের জানুয়ারি মাসে ফিক্সিংকাণ্ডের তদন্তে কমিটি গড়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ সেই সূত্রে তৈরি হয় তিন সদস্যের লোধা কমিটি ৷ এদিন আদালতের ওই নির্দেশের পরিপ্রক্ষিতে তৈরি রিপোর্ট জমা দেয় কমিটি ৷ কমিটির সুপারিশ অনুযায়ী এর আগে আইপিএল গড়াপেটায় জড়িত দুই টিম, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপারকিংসকে বাতিল বলে ঘোষণা করা হয় ৷
advertisement
এদিনের রিপোর্টে বিসিসিআই-এর সংস্কার ছাড়াও লোধা কমিশনের বেশ কিছু চাঞ্চল্যকর সুপারিশ সামনে এসেছে ৷ সংসদের কাছে বেটিং-কে আইনি বৈধতা দেওয়ার সুপারিশ করেছে লোধা কমিশন ৷ এর সঙ্গে সঙ্গেই প্রাক্তন আইপিএল চিফ অপারেটিং অফিসার সুন্দর রামনকে সম্পূর্ণ ক্লিনচিট দিয়েছে তিন সদস্যের লোধা কমিটি ৷
advertisement
অন্যদিকে, ক্রিকেটকে শুদ্ধিকরণ করতে প্রায় ৩৮টি সুপারিশ করল ৩ সদস্যের লোধা কমিটি। রিপোর্টে উল্লেখযোগ্য সুপারিশ গুলি হল, বিসিসিআই ও আইপিএলের গভর্নিং বডি আলাদা করতে হবে৷ আইপিএল কাউন্সিলকে বিসিসিআইয়ের কাছে রিপোর্ট জমা দিতে হবে ৷ একটি রাজ্য থেকে একটি মাত্র সংস্থাই প্রতিনিধিত্ব করতে পারবে ৷ রাজ্য ক্রিকেট সংস্থায় প্রাক্তন ক্রিকেটারদের রাখতে হবে ৷ বিসিসিআই-কে দুর্নীতিমুক্ত করার জন্য লোধা কমিশনের পরামর্শ, বিসিসিআই কমিটিতে থাকতে পারবেন না কোনও রাজনীতিবিদ ৷ এমনকি কোনও ব্যক্তি তিন বছরের বেশি বিসিসিআই-এর কোনও পদে থাকতে পারবেন না ৷ কমিটির মতে, এর মাধ্যমেই একমাত্র স্বার্থের সংঘাত এড়ানো সম্ভব ৷ সদস্যপদে বয়সের উর্ধ্বসীমা ৭০ বছরে বেঁধে দেওয়ার পক্ষে রিপোর্টে সুপারিশ করেছে লোধা কমিটি ৷ এছাড়াও BCCI-কে RTI-র অধীনস্থ করার আবেদন জানিয়েছে কমিটি ৷ সেই সঙ্গে সঠিক স্টেডিয়াম রোটেশনের নিয়ম  তৈরির সুপারিশ করা হয় রিপোর্টে ৷
advertisement
লোধা কমিশনের সুপারিশ শোনার সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে জানালেন, ‘সন্দেহ নেই লোধা কমিশনের সুপারিশ যুগান্তকারী ৷ কিন্তু সেগুলি কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ তবে মনে রাখা উচিত এগুলি সুপারিশ, আইন নয় ৷ বোর্ড কী পদক্ষেপ নেয় এখন এটাই দেখার ৷ ’ মূলত, ভারতীয় ক্রিকেটের শুদ্ধিকরণ ঘটাতে বোর্ডের খোলনোলচে বদলে ফেলার সুপারিশ করেছে লোধা কমিটি। উল্লেখ্য, সিএনএনআইবিএন-ই সর্বপ্রথম লোধা কমিশনের রিপোর্টের সুপারিশগুলি সামনে এনেছে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বিসিসিআইয়ের সংস্কারের সুপারিশ লোধা কমিশনের রিপোর্টে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement